দুই বোনের উদ্যোগে করোনাকালে বৃদ্ধাশ্রমে খুশির হাওয়া

0
79

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

সমগ্র বিশ্বের মতোই করোনায় বিপর্যস্ত বাংলা। ক্রমশ বাড়ছে সংক্রামিত ও মৃতের সংখ্যা। এহেন পরিস্থিতিতে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াল পিঙ্কি ঘোষ। তিনি পেশায় একজন কাস্টিং ডিরেক্টর। পাশাপাশি পিঙ্কি এক্সিকিউটিভ প্রডিউসারের কাজও করেন।

Birthday celebration | newsfront.co
অন্য উদযাপন। নিজস্ব চিত্র

এছাড়াও, ‘নেক্সট এনভিশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও চালান তিনি। করোনা পরিস্থিতির মধ্যেই মানুষ দু’বেলা অন্ন সংস্থানের জন্য বাড়ি থেকে বেরতে বাধ্য হচ্ছে। শাক-সবজি বিক্রেতা এবং রিক্সাচালকদের মতো মানুষের অবস্থা আরও করুণ।

এই করোনা আবহে রাস্তায় তেমন কোনও খরিদ্দারের দেখাই পাওয়া যাচ্ছে না। তাই এই কঠিন সময়ে সেইসব দুঃস্থ মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন পিঙ্কি। করোনাকালে দুঃস্থ মানুষের পাশে ঠিক এভাবেই দাঁড়াচ্ছেন তিনি। আর এই কাজে তাঁকে সাহায্য করেছে বোন রিঙ্কি।

আরও পড়ুনঃ নতুন বছরের কল্পতরু উৎসবের আগেই চালু হতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রো

কখনও নিজের এলাকার ১২০ টি দুঃস্থ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী ও হাত ধোওয়ার জন্য সাবানও বিতরণ করছেন, আবার কখনও এই সময়ের সব থেকে বড়ো হাতিয়ার, মাস্ক কিনতে না পেরে, যারা কাপড়ের আঁচল বা গামছা দিয়ে মুখ ঢাকছে তাদের হাতে তুলে দিচ্ছে মাস্ক পিঙ্কি।

কোথাও আবার দেখা যাচ্ছে রক্তের প্রয়োজন, সেখানেও জীবন আর মৃত্যুর মাঝে থাকা মানুষকে রক্ত জোগাড় করে প্রাণরক্ষা করে চলেছেন তিনি। টাকার অভাবে ভর্তি হতে পারা বা অভাবের কারণে বই কিনতে না পারা ছাত্র ছাত্রীদের পাশে গিয়ে দাঁড়তে দেখা গিয়েছে নেক্সট এনভিশনকে।

আরও পড়ুনঃ দীর্ঘ আটমাস পর চালু হল টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস,খুশি ঝাড়গ্রামবাসী

পিঙ্কি, রিঙ্কি এবং তাঁদের বন্ধুরা নিজেদের পকেট থেকেই ফান্ডিং করে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি চালান এবং এই সমাজসেবামূলক কাজগুলি করেন। মানুষের পাশে দাঁড়ানো, মানবিক মনের অধিকারী পিঙ্কি গোটা পশ্চিমবঙ্গ জুড়েই তাঁর এই সংস্থার মাধ্যমে এই কাজগুলি করে থাকেন।

পিঙ্কি’র নিজের জেলা নদিয়ার প্রতি একটু আলাদাই টান রয়েছে। তাই ১৬ অক্টোবর, শুক্রবার নিজের জন্মদিন উপলক্ষে দুই বোন রিঙ্কি ও প্রিয়াকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন কৃষ্ণনগর বৃদ্ধাশ্রমে। সঙ্গে গিয়েছিলেন তাঁদেরই পরিচিত কাছের আরেক দিদি সোমা দি এবং তাঁদের বান্ধবী গার্গী।

এদিন ওই বৃদ্ধাশ্রমে গিয়ে পিঙ্কি, বৃদ্ধাশ্রমের সকল আবাসিকদের সঙ্গে কথা বলে তাদের জীবনের গল্প জানলেন, এবং পরে তাঁদের সঙ্গেই কেক কেটে জন্মদিন পালন করলেন। এখানেই শেষ নয়, বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য ভাত, আলুর চিপস, ডাল, তরকারি, মাছের ঝোল, পায়েস, মিষ্টি-র আয়োজন করে, নিজের হাতেই পরিবেশন করলেন পিঙ্কি।

সেখানে বসবাসকারী বৃদ্ধ বৃদ্ধাদের আশীর্বাদ পেয়ে খুশি এই সমাজসেবী। পিঙ্কি আগামী দিনেও এভাবেই মানুষের পাশে থাকার কথা জানিয়েছে। তার এই প্রচেষ্টাকে অনেকেই কুর্নিশ জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here