অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ফের বিক্ষোভ দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনে। এবার দিল্লির ফিরোজ শাহ কোটলার নাম কেন বদলে অরুণ জেটলি নামে করে তার মূর্তি বসানো হল সেই ক্ষোভে দিল্লি এন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)-র সদস্যপদ ছাড়লেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি বাঁ হাতি স্পিনার বিষেন সিং বেদি। তিনি চিঠি লিখলেন, তাঁর নিজের নামাঙ্কিত প্যাভিলিয়ন থেকে যেন তাঁর নাম মুছে ফেলা হয়।
বিজেপির অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি। এনডিএ সরকারের মন্ত্রীত্ব ও ডিডিসি এর দুঁদে কর্তা ছিলেন। ১৯৯৯-২০১৩ টানা ১৪ বছর ডিডিসিএ সভাপতি ছিলেন তিনি। গত বছর তার মৃত্যুর পরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
তাকে সম্মান জানাতে কোটলায় তাঁর ছয় ফুটের মূর্তি প্রতিস্থাপন করা হয়। ও তার ছেলেকে গত মাসে সভাপতি করা হয় তারপরেই বতর্মান ডিডিসিএ সভাপতি রোহন জেটলি (অরুণ জেটলির পুত্র)কে চিঠি দিয়েছেন বেদি।
আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও অনিশ্চিত শামি
সেই চিঠিতেই বেদি লিখেছেন, “একজন ধৈর্য্যশীল এবং শান্ত মানুষ হিসাবে নিজে গর্ববোধ করি। তবে আমার আশঙ্কা আমার ধৈর্য কমে আসছে। ডিডিসিএ আমার পরীক্ষা নিয়ে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছে। মিস্টার প্রেসিডেন্টের কাছে আমার অনুরোধ যে স্ট্যান্ডের নামের সঙ্গে আমার নাম লেখা রয়েছে, তা যেন অবিলম্বে মুছে ফেলা হয়। সেইসঙ্গে আমি ডিডিসিএ মেম্বারশিপও ত্যাগ করলাম।” প্রসঙ্গত, ২০১৭ সালে মহিন্দর অমরনাথের সঙ্গেই বেদির নামে স্ট্যান্ডের নামকরণ করা হয়।
বেদি সেইসঙ্গে আরও জানান, “অনেক ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিলাম। প্রথমে কোটলার নাম বদল হল এবার জেটলির মূর্তি বসে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হচ্ছে এই সব জিনিস গুলো যদি মেনে নি তাহলে ভারতের হয়ে সুনামের সঙ্গে এত দিন ক্রিকেট খেলার মানে নেই।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584