অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ডিডিসিএ-কে হুঙ্কার ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনার বিষেন সিং বেদীর। দ্রুত ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের একটি গ্যালারি থেকে তাঁর নাম সরাতে হবে। নাহলে ডিডিসিএ–র বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
তিনি গত সপ্তাহে জানান প্রয়াত ডিডিসিএ প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মূর্তি ওই ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে স্থাপনের জন্য বুধবার ডিডিসিএ–কে চিঠি লেখেন। তখনই ওই গ্যালারি থেকে নিজের নাম সরিয়ে দিতে বলেছিলেন বেদী।
তিনি জানিয়েছিলেন খেলার মাঠে রাজনৈতিক নেতার মূর্তি থাকবে তেমন কোনও কিছুর সঙ্গে তিনি নিজের নাম জড়াতে চান না। কিন্তু ডিডিসিএ থেকে কোনও সাড়া না পেয়ে ডিডিসিএ সভাপতি তথা অরুণ জেটলির ছেলে রোহন জেটলিকে চিঠি দিয়ে লেখেন, “আমি মনে করি আমাদের দেশে মানুষদের এখনও অধিকার আছে কোথায় তাঁর নিজস্ব নাম সম্মানের সঙ্গে ব্যবহৃত হবে সেটা ঠিক করার।
আরও পড়ুনঃ শুধু পরিবহণ দফতরেই ৭২৫ কোটির দুর্নীতি করেছেন শুভেন্দু, অভিযোগ ঘাসফুল শিবিরের
দয়া করে আমাকে আইনি পথে যেতে বাধ্য করবেন না। অবিলম্বে আমার নাম না সরালে আমি আদালতে যাবো। এমন কোনও ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে একদিন অথবা এক মিনিটও আমি যুক্ত থাকতে চাই না যেখানে এমন একজনের মূর্তি আছে, যিনি আমি মনে করি, দিল্লিতে ক্রিকেটের মূল্য একদম নিম্নস্তরে নিয়ে গিয়েছিলেন।“
অরুণ জেটলির ওই মূর্তির আবহরণ সোমবার উন্মোচন করবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বোর্ডের প্রাক্তন প্রধান অনুরাগ ঠাকুরেরও। অবিলম্বে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের একটি গ্যালারি থেকে তাঁর নাম সরাতে হবে। নাহলে ডিডিসিএ–র বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিলেন স্পিনের কিংবদন্তী তথা ভারতের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিং বেদী।
আরও পড়ুনঃ শোভন পর্যবেক্ষক, সহকারী বৈশাখী- বিজ্ঞপ্তি বঙ্গ বিজেপির
প্রথমে ডিডিসি-এর প্রয়াত প্রাক্তন সভাপতি অরুণ জেটলির মূর্তি ওই ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে স্থাপনের জন্য বুধবার ডিডিসিএ-কে চিঠি লিখে তুলোধনা করেন বেদী। তখনই ওই গ্যালারি থেকে নিজের নাম সরিয়ে দিতে বলেছিলেন বেদী।
কারণ হিসাবে তিনি উল্লেখ করেছিলেন যেখানে রাজনৈতিক নেতার মূর্তি থাকবে তেমন কোনও কিছুর সঙ্গে তিনি নিজের নাম জড়াতে চান না। কিন্তু ডিডিসিএ থেকে কোনও সাড়া না পেয়ে শনিবার ফের ডিডিসিএ-র বর্তমান সভাপতি রোহন জেটলিকে উদ্দেশ্যে আরেকটি চিঠিতে বেদী লেখেন, “আমি মনে করি আমাদের দেশে মানুষদের এখনও অধিকার আছে কোথায় তাঁর নিজস্ব নাম সম্মানের সঙ্গে ব্যবহৃত হবে সেটা ঠিক করার।
আরও পড়ুনঃ কলকাতা ছাড়া তৃণমূল গ্রামকে কোন সম্মান দেয়নি! দাঁতনে মন্তব্য শুভেন্দুর
দয়া করে আমাকে আইনি পথে যেতে বাধ্য করবেন না।“ কোটলার গ্যালারি থেকে নিজের নাম মুছে দেওয়া সম্পর্কে বেদীর মন্তব্য, “এমন কোনও ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে একদিন অথবা এক মিনিটও আমি যুক্ত থাকতে চাই না যেখানে এমন একজনের মূর্তি আছে, যিনি আমি মনে করি, দিল্লিতে ক্রিকেটের মূল্য একদম নিম্নস্তরে নিয়ে গিয়েছিলেন।“
অরুণ জেটলির ওই মূর্তির উদ্বোধ উন্মোচন করবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বোর্ডের প্রাক্তন প্রধান অনুরাগ ঠাকুরেরও । সেখানে বেদীর এমন চিঠি যে শোরগোল ফেলে দিল ক্রিকেট মহলে সেটা বলাই যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584