পিয়ালী দাস, বীরভূমঃ
যতদূর জানা যাচ্ছে বিশ্বভারতীর সম্ভাব্য উপাচার্যের প্রথম দিকেই রয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য। বিশ্বভারতীর দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপিকা সবুজকলি সেনের সঙ্গে তালিকাতে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী ও দিল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। কার্যত একজন প্রাক্তন উপাচার্য,একজন দায়িত্বপ্রাপ্ত উপাচার্যের সাথেই বিদ্যুৎবাবুর প্রতিযোগিতা।এখন কে হবেন বিশ্বভারতীর উপাচার্য তাই নিয়েই শান্তিনিকেতনে জোর জল্পনা।বিগত বছরে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন কুমার দত্তের নাম যেভাবে শেষ মুহূর্তে বাতিল হয়েছে তা দেখার পরে কেউই আর কোন অনুমান করতে রাজী নয়। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকলে সার্চ কমিটির চেয়ারপার্সন কপিল কাপুরের পেশ করা বিদ্যুৎ চক্রবর্তীই উপাচার্য হচ্ছেন বলায় যেত,কারন তখন মনোনীত করা হত। তিন সদস্যের সার্চ কমিটির চেয়ারম্যনের দেওয়া নামটি।
এতদিন এইভাবেই বিশ্বভারতীর উপাচার্য হয়ে এসেছেন। নিয়ম বদলে এখন রীতিমত আবেদনকারীদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই বেছে নেওয়া হয় সম্ভাব্য উপাচার্যের কমপক্ষে তিনজনের নাম। এই তিনজনের মধ্যে কে এক নম্বরে সেই নিয়েই চলছে চাপান উতর। বিশ্বভারতীর কোর্ট ও কর্মসমিতি থেকে নির্বাচিত সার্চ কমিটির অন্য দুই সদস্যের পছন্দ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপিকা সবুজকলি সেনকে।তার পরিচালন ক্ষমতা তথা বিশ্বভারতীর প্রাক্তনী হওয়ায় বিশ্বভারতীর এখন-তখন দুটোই তার নখ দর্পণে। যাদবপুরে প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী তাঁরও বিশ্ববিদ্যালয় পরিচালনা করার অভিজ্ঞতা থাকায় তাঁকেও অনেকটা এগিয়ে রাখছে।সম্প্রতি দিল্লীতে উপাচার্য পদের জন্য আবেদনকারী ষোলজন অধ্যাপকের মৌখিক পরীক্ষা নেওয়া হত।সেখান থেকে তিনজনের তালিকা তৈরি করা হয়েছে। বিশ্বভারতীর আইন অনুসারে উপাচার্য নিয়োগের সার্চ কমিটি কমপক্ষে তিনজনের তালিকা পাঠাবেন পরিদর্শক তথা রাষ্ট্রপতির কাছে। সেখান থেকে তিনি একজনকে মনোনীত করবেন। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সেই নামেই নিয়োগপত্র দেবেন।যদিও কয়েকমাস আগেই বিশ্বভারতীর তৎকালীন ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন কুমার দত্তের নাম রাষ্ট্রপতি চুড়ান্ত করলেও মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভেরকর সেই নাম বাতিল করে এমনটাই অভিযোগ করেছিলেন অধ্যাপক দত্ত। স্বাভাবিক ভাবেই কেন্দ্রের শাসকদল বিজেপি কি চাইছে সেটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584