৭৭ থেকে নেমে ৭৩! পদ্ম ছেড়ে ঘাসফুলে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ

0
75

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ফের ধাক্কা গেরুয়া শিবিরে। দল ছাড়লেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে দল বদলে ঘাসফুল থেকে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন তন্ময়।

Bratya Basu

রাজ্যে বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। গত ১১ জুন বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায়। এছাড়া দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন দুই বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। এবার তন্ময় ঘোষ তৃণমূলে ফিরে আসায় বিজেপির বিধায়ক সংখ্যা হল ৭৩।

সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তন্ময় ঘোষ। তিনি এদিন বলেন রাজ্যের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তৃণমূলে ফিরে এসেছেন তিনি। পাশাপাশি অন্যান্য বিজেপি বিধায়কদেরও তৃণমূলে যোগ দিতে আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ উপাচার্য ঘেরাওকে কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতী, বন্ধ করে দেওয়া হল ভর্তি প্রক্রিয়া

এদিন ব্রাত্য বসু বলেন আগামী দিনে আরও অনেক বিজেপি বিধায়ক তৃণমূলে আসবেন। অনেকেই যোগাযোগ করে সেই ইচ্ছা প্রকাশ করেছেন। তন্ময়ের দলবদল প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘যথা সময়ে দলের সিদ্ধান্ত জানানো হবে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here