রবীন্দ্রনাথের ১৫৯ তম জন্মবার্ষিকীতে নির্জন বিশ্বভারতী

0
99

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

প্রায় ঊনআশি বছর আগেই কবিকে হারিয়েছে বিশ্ব। ১৮৬১সালের ২৫ শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই জন্ম নিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

visva bharati isn't celebrate rabindra jayanti | newsfront.co
সংবাদ চিত্র

তিনি শুধু কবিই নন। তিনি ছিলেন সমস্ত কবিদের গুরু। আজ, ৮মে কবিগুরুর ১৫৯ তম জন্মবার্ষিকী। তবে প্রতিবছরের মতো এবছর আর সাড়ম্বরে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে না কোথাও। এটা বলা যেতেই পারে পৃথিবীর এই দুঃসময়ে আর পাঁচটা মানুষের মতো ঘরবন্দি রবীন্দ্রনাথও।

কিন্তু রবি ঠাকুরকে কি ঘরবন্দি করা যায়? নাহ্। তাঁকে বন্দি করতে হয় মনে। সমগ্র বিশ্বের মনে বিরাজ করছেন তিনি। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে এবছর আর বসলো না গান, নাচের আসর।

আরও পড়ুনঃ লকডাউন মেনেই পালিত রবীন্দ্র জয়ন্তী

করোনার করাল ছায়া এসে পড়ল রবীন্দ্র জয়ন্তীতেও। রবীন্দ্রনাথ ঠাকুরের অপর বাড়ি শান্তিনিকেতনের বিশ্বভারতীও আজ নির্জনতায় মোড়া। ১০০ বছরে প্রথমবার বিশ্বভারতীতে পালিত হচ্ছে না রবীন্দ্র জয়ন্তী।

হয়েছে। সূত্রের খবর, যাতায়াতের উপর বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। জানা গিয়েছে, কোনও সাংস্কৃতিক আনুষ্ঠান না হলেও উপাচর্য সহ বেশ কয়েকজন আধিকারিক ক্যাম্পাসে গিয়ে রবীন্দ্রনাথের চেয়ারে মাল্যদান করবেন। স্বাভাবিকভাবেই বিষণ্ণতায় ভরে আছে পড়ুয়াদের মন।

সারাবছর ধরে এইদিনটার অপেক্ষাতেই থাকে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। আজ করোনা জেরে আপেক্ষা উপেক্ষিতই রাখতে হল।

এবছর এক অন্য রবীন্দ্র জয়ন্তী দেখল বিশ্বভারতী। রবীন্দ্রনাথ বলেছিলেন, “একলা চলো রে”। আজকে সত্যিই একলা নির্জনতায় পালিত হল বিশ্বভারতীর রবীন্দ্র জয়ন্তী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here