মনিরুল হক, কোচবিহারঃ
লকডাউনের মধ্যে জঙ্গল থেকে বেরিয়ে আসল দুটি বাইসন। আজ কোচবিহার ২ নম্বর ব্লকের খোল্টা মরিচবাড়ি এলাকায় ওই দুই বাইসন জঙ্গল থেকে বেরিয়ে আসার ঘটনা ঘটে। বাইসন দুটিকে দেখতে স্থানীয় বাসিন্দারা লকডাউন ভেঙে ভিড় জমায়। খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে জলদাপাড়ার জঙ্গল থেকে ওই দুই বাইসন বের হয়ে এসেছে। ওই এলাকায় এমনিতেই বন্য জন্তু লোকালয়ে চলে আসার ঘটনা ঘটে। তার মধ্যে লকডাউন চলায় যানবাহন চলাচল নেই। লোকজনের আনাগোনাও কম।
আরও পড়ুনঃ সরকারি উদ্যোগে শালবনি থেকে গাড়িতে রানাঘাটে ৭ শ্রমিক
আর সেই কারণে ওই বন্যজন্তুরা এভাবে জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছে বলে মনে করা হচ্ছে। তবে কোন হতাহতের খবর নেই।প্রসঙ্গত, এর আগেও দুটি বাইসন ওই এলাকায় দেখা গিয়েছিল। যদিও পড়ে সেখান থেকে চলে যায় ওই বাইসন দুটি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584