সুদীপ পাল,বর্ধমানঃ
পাঁচটি ওয়ার্ডে টাঙানো হয়েছিল শ’খানেক বিজেপির দলীয় পতাকা।এখন সেই পতাকাগুলি খুলে নেওয়ার অভিযোগ তুললেন বিজেপি। বিজেপির গুসকরা নগর কমিটির তরফে মনোরঞ্জন মন্ডল বিষয়টি নিয়ে তিনি গুসকরা ফাঁড়িতে অভিযোগ জানান। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে।
বিজেপির দাবি পুরভোটে রণকৌশল ঠিক করার জন্য শুক্রবার কর্মী সভা করা হয়েছিল।তাতে হাজির ছিলেন দলের জেলা সভাপতি নন্দী থেকে শুরু করে তৃণমূল কাউন্সিলরের মেয়ে যিনি সদ্য বিজেপিতে এসেছেন সেই দেবযানি গরাই সহ স্থানীয় নেতারা।মহিলা মোর্চার নেত্রী দেবযানি অভিযোগ করে বলেন, বৈঠকের পর দলের কর্মীরা রাত অব্দি দলীয় পতাকা টাঙিয়েছিল কিন্তু সকাল হতেই দেখা যায় সব খুলে ফেলা হয়েছে। ইচ্ছে করে অশান্তি তৈরি করার জন্যই এমনটা করা হয়েছে বলে তাঁর মন্তব্য। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের শহর সভাপতি কুশল মুখোপাধ্যায় বলেন, পুরোটাই পরিকল্পিত এবং ভিত্তিহীন পুরো ভোটের আগে নিজেদের পালে হাওয়া টানার জন্য বিজেপি এইসব চেষ্টা করছে। প্রসঙ্গত উল্লেখ্য ১২ ১৩ ১৪ ১৫ এবং ১৬ এই ৫ টি ওয়ার্ডের দলীয় পতাকা খুলে ফেলা হয়েছিল।পাঁচটি ওয়ার্ডের মধ্যে তিনটি ওয়ার্ড সিপিএমের দখলে সিপিএম এর তরফ থেকে এ বিষয়ে মন্তব্য করতে চাননি।
আরও পড়ুনঃ দুটি বাসের সংঘর্ষ,আহত অন্তঃসত্ত্বা মহিলা সহ পাঁচ ছাত্রছাত্রী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584