নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কেন্দ্র বা রাজ্যস্তরে যতই বিরোধিতা থাকুক না কেন, স্থানীয় ইস্যুতে বিজেপি এবং সিপিএম একই সুরে ইসলামপুরে আন্দোলন শুরু করেছে।
তাদের আন্দোলনের দাবিও মোটামুটি এক। তবে এক দাবিতে হলেও একসঙ্গে সামিল হয়নি দুইদল। বিজেপির দাবি, অবিলম্বে ইসলামপুরে কোভিড হাসপাতাল চালু করতে হবে এবং করোনার প্রকৃত তথ্য কোনভাবেই গোপন করা চলবে না।
আরও পড়ুনঃ বীরভূম জেলা পরিষদের সভাকক্ষে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক
রেশন কেলেঙ্কারি বন্ধ করার দাবিও তোলে তারা। এছাড়াও একাধিক দাবি নিয়ে এদিন মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। তার মধ্যে অন্যতম ছিল, ইসলামপুর পুরসভার প্রশাসক পদে বিদায়ী চেয়ারম্যানকে নিয়োগ করার বিষয়টিও।
অন্য দিকে এদিনই চার দফা দাবি নিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি দিলেন সিপিএমের ইসলামপুর এক নম্বর এরিয়া কমিটি। সংগঠনের সম্পাদক বিকাশ দাস জানান, এলাকার স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে পড়েছে।
লালারসের নমুনা পাঠাবার দশ দিন পর সেই রিপোর্ট পাওয়া যাচ্ছে এবং সে সময়ে রোগীরা ঘুরে বেড়াচ্ছে ফলে যেকোনো মুহূর্তে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584