বিজেপির দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষ কাঁথিতে,চরম উত্তেজনা

0
54

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথির ভাজাচাউলিতে বিজেপির দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে বিজেপি কার্যকর্তাদের উপর চড়াও হয়ে তাদের বাঁশ ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এই অভিযোগ তোলা হয়েছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে এই ঘটনায় ৭ জন আহত হয়েছেন, তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে বর্তমানে ভর্তি করা হয়েছে।

bjp leader injured | newsfront.co
নিজস্ব চিত্র

২১ শের নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক হিংসা ততই বাড়ছে পূর্ব মেদিনীপুরে। নন্দীগ্রামে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর কার্যালয় ভাঙচুর, পরদিন রবিবার কাঁথির ভাজাচাউলিতে বিজেপি কর্মীদের বাঁশ দিয়ে মারধর করা, দুই মিলিয়ে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতৃত্ব। ভোট ঘোষণা হতে এখনও দেরি, তাঁর আগেই সিংহাসন দখল বা সিংহাসন পুনর্দখল করতে হামলা, মারামারি,এলাকাজুড়ে সন্ত্রাস সৃষ্টি করে সাধারণ মানুষের মনে ভয় সৃষ্টি করে চলেছে রাজনৈতিক এক দল।

তবে পাল্টা মার দিতেও প্রস্তুত বিরোধী দল। যা নিয়ে রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নজরে রয়েছে। জেলার বেশকিছু জায়গায় মারামারি, বোমাবাজি, গুলি চালানো, সহ একাধিক সন্ত্রাসের জন্য নাজেহাল হতে হয় পুলিশ প্রশাসনকে। যদিও বর্তমান শক্তিশালী দলে পরিণত হওয়া বিজেপিকে, পশ্চিমবঙ্গের পুলিশদের দিকেও আঙ্গুল তুলে রাজ্য সরকারের দলদাস হিসেবে কটাক্ষ করতেও শোনা যায়।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে যুবকের ব্যাগ থেকে তাজা বোমা উদ্ধার,চাঞ্চল্য

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, খেজুরি,ভগবানপুর, পটাশপুর,ভূপতিনগর এমনকি কাঁথিও প্রশাসকদের মূল নজরে। যে কারণে অশান্তি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে যেকোনো সময় বিভিন্ন স্থানে র‌্যাফ ও পুলিশকে রুটমার্চ করতে দেখা যাচ্ছে। তবু রাজনৈতিক সংঘর্ষ এড়ানো অতি কঠিন হয়ে দাঁড়াচ্ছে পুলিশ বাহিনীর ও উচ্চ পদাধিকারী প্রশাসকদের কাছে।

যে কারণে রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথির ভাজাচাউলিতে ফের বিজেপির উপর হামলা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত বিজেপি কর্মীরা বর্তমানে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here