বিধানসভা ভোটে হেরেও বড় দায়িত্ব পেলেন ভারতী ঘোষ

0
113

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বাংলার বিরোধী রাজনৈতিক শিবির বিজেপির কেন্দ্রীয় স্তরে বড়সড় পরিবর্তন। গতকাল রবিবার বিজেপির সর্বভারতীয় মুখপাত্র পদে নিয়োগ করা হল প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে।

Bharati Ghosh
ভারতী ঘোষ, বিজেপি নেত্রী

ভারতী ঘোষের পাশাপাশি নতুন দায়িত্ব পেয়েছেন আরও ৪ জন। তারা হলেন, মহারাষ্ট্রের বিনোদ তাওড়ে, বিহারের ঋতুরাজ সিনহা, ঝাড়খণ্ডের আশা লাকড়া এবং শাহজাদ পুনাওয়ালা। এদিন দলের এই দায়িত্ব পেয়ে ভারতী ঘোষ জানান, শীর্ষ নেতৃত্বের পরামর্শ অনুযায়ী নতুন কাজে ঝাঁপিয়ে পড়ব।

BJP

উল্লেখ্য, ২০১৯- এর লোকসভা ভোট এবং ২০২১- এর বিধানসভা ভোট, দু’বারই পশ্চিম মেদিনীপুরের দুই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়ে ছিলেন ভারতী ঘোষ। তবে দুটোতেই পরাজিত হন তিনি। লোকসভা ভোটে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী দেবের কাছে এবং বিধানসভা নির্বাচনে ডেবরায় আইপিএস অফিসার হুমায়ুন কবীরের কাছে হেরে যান তিনি। তবে রাজনীতির ময়দানে তাঁর দাপট যথেষ্টই। আর সেজন্যই বোধয় ‘প্রমোশন’ হল ভারতী ঘোষের।

আরও পড়ুনঃ ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারে তৃণমূল

বিজেপির জাতীয় স্তরে গুরুত্ব দেওয়া হয়েছে বঙ্গের অন্যান্য নেতাদেরও। সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্বে দিলীপ ঘোষ, জাতীয় সম্পাদক পদ পেয়েছেন অনুপম হাজরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here