নিজস্ব সংবাদদাতা,বর্ধমানঃ
শাসকদলের আক্রমণ, দলীয় কর্মীদের খুনের প্রতিবাদে আজ বুধবার বর্ধমান শহরে বিজেপির অবস্থান বিক্ষোভের কর্মসূচী নেওয়া হল। রাস্তা অবরোধের কর্মসূচী না থাকলেও প্রচুর সমর্থকের উপস্থিতিতে কার্জন গেটের সামনে রীতিমত অবরোধের চেহারা নিল। কার্যত স্তব্ধ হয়ে গেল বর্ধমান। দুপুর ১টা থেকেই সমস্ত গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সভার জন্য আটকে পড়ে পুলিশের দুটি গাড়ি। গাড়ি দুটিকে ভিড়ের মধ্যে থেকে বার করে দেবার চেষ্টা করা হতেই গাড়িতেই ধাক্কা মারতে থাকেন কয়েকজন। অভিযোগ, বর্ধমান সদর থানার মেজবাবু সমীর ঘোষ, গাড়ি দুটিকে ভিড় ঠেলে বার করে দিয়ে তিনি ফেরত আসার সময় তাঁকে পায়ে আঘাত করা হয়। সমীরবাবুকে চড় থাপ্পড় মারা হতে থাকে। অন্যান্য পুলিশ কর্মীরা ছুটে আসেন।
পরিস্থিতি বেগতিক দেখে মঞ্চ থেকে নেমে আসেন বিজেপির প্রাক্তন বিধায়ক তথা রাজ্য নেতা শমীক ভট্টাচার্য, জেলা সভাপতি সন্দীপ নন্দীরা। ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি শান্ত হলে বিজেপি সমর্থকরা জেলাশাসকের দপ্তরে ১১ দফা দাবীতে স্মারকলিপি দেয় কিন্তু এখানেও পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। পুলিশকে আক্রমণ করার ঘটনা প্রসঙ্গে সন্দীপ নন্দী বলেন, তাঁদের কেউই পুলিশকে আক্রমণ করেনি। সভায় অন্য অনেক মানুষই জড়ো হয়েছিলেন। পুলিশকে তাঁরা আক্রমণ করে থাকতে পারেন। যদিও সরকারী কর্মীকে মারধোর করার ঘটনায় স্বতঃপ্রণোদিতভাব একটি মামলা রুজু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584