আবারও ভাঙ্গন বিজেপিতে! পদ ছাড়লেন বনগাঁর সংখ্যালঘু মোর্চার সভাপতি

0
72

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ফের ধাক্কা রাজ্যের পদ্ম শিবিরে। বনগাঁ সংখ্যালঘু মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন খালেক বিশ্বাস। বিজেপির ভালো ফল করা জেলার মধ্যে একটি হলো উত্তর ২৪ পরগনা। এবার ধস নামল সেখানেই।

Khalek Biswas
ছবি: সংগৃহীত

খালেক বিশ্বাস ২০১৯ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। কিন্তু এবার মুকুল রায় তৃণমূলে ফিরে যাওয়ার পর থেকে তাঁরও দলে থেকে নিঃশ্বাস নিতে অসুবিধা শুরু হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনের আগে খালেক বিশ্বাস কে বনগাঁ-র সংখ্যালঘু মোর্চার সভাপতি পদে নিয়োগ করে বিজেপি নেতৃত্ব। তাও শেষ রক্ষা হলো না। জানা গিয়েছে জেলা নেতৃত্বের কাছে ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন খালেক।

আরও পড়ুনঃ দেবাংশু, সুদীপ সহ ১১ জন তৃণমূল নেতা গ্রেফতার, ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

শুধু সংখ্যালঘু মোর্চার সভাপতির পদই নয়, বিজেপিও ছাড়ছেন তিনি। দল ছাড়ার কারণ হিসেবে খালেক জানান বিজেপির কাজে ক্ষুব্ধ হয়েই দল ছাড়ার সিদ্ধান্ত তাঁর। এখন প্রশ্ন তাতাহলে কি খালেক আবার তৃণমূল কংগ্রেসেই ফিরে যাচ্ছেন? উত্তরে খালেক বলেন, ‘আমরা রাজনৈতিক মানুষ। রাজনীতি করব। কোনও সম্মানীয় জায়গা পেলে ভেবে দেখব। তবে এখনও কিছু ভাবিনি।’ তবে সূত্র মারফত জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস প্রত্যাবর্তনের ব্যাপারে ইতিমধ্যেই মুকুল রায়ের সঙ্গে কথা হয়েছে খালেক বিশ্বাসের। বাকিটা সময়ের অপেক্ষা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here