নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বীরভূমের দুবরাজপুরে রহস্যজনক মৃত্যু হয় বিজেপি কর্মী পতিহার ডোমের। এই মৃত্যুর ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে বিজেপিরই বুথ সভাপতি দুলাল ডোমকে। মৃত পতিহার ডোমের স্ত্রীর অভিযোগ ছিল তাঁর স্বামীকে খুন করেছেন দুলাল ডোম। তিনি জানান, তাঁর স্বামী মৃত পতিহার ডোম দীর্ঘদিন ধরেই বিজেপি করতেন।
দুলাল ডোম কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেছেন। সোমবার বিজেপির একটি কর্মী সভায় এই দুজনের মধ্যে কোন কারণে বাদানুবাদ হয় এবং তাঁর স্বামীকে দল থেকে বের করে দেওয়ার হুমকি দেন দুলাল ডোম। এই ঘটনার পর বাড়িও ফেরেন পতিহার। কিন্তু রাতে দুলাল ডোম ফোন করেন তাঁকে এবং তারপরেই বাড়ি থেকে বেরিয়ে যান পতিহার, এরপর আর ফেরেননি তিনি।
আরও পড়ুনঃ চতুর্থ দফা ভোটের আগে তিন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদেও পরিবর্তন
৬ এপ্রিল মঙ্গলবার অর্থাৎ তৃতীয় দফা ভোটের দিন সকালে বাড়ির কাছেই একটি মাঠে উদ্ধার হয় পতিহার ডোমের মৃতদেহ। পতিহার ডোমের স্ত্রী জয়শ্রী ডোম সরাসরি খুনের অভিযোগ করেন দুলাল ডোমের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে দুলালকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত দুলাল ডোম যদিও নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান মৃত্যুর আগে মারধরও করা হয়েছিল পতিহারকে।
মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। ইঁটের আঘাতে মাথা ফেটে যায় এক এএসআই -এর, পায়ে আঘাত লাগে দুবরাজপুর থানার ওসির। প্রশ্ন উঠছে আদি বিজেপি বনাম নব্য বিজেপি সংঘাতেই কি প্রাণ দিতে হল পতিহার ডোমকে?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584