শোভন-বৈশাখীর প্রায়শ্চিত্ত মিছিলের পাল্টা বিজেপি যুব মোর্চার পদযাত্রা

0
67

 

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

গত সোমবারে শোভন-বৈশাখী হীন মিছিলে দলের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুন্ন হয়েছে বলে বিজেপির একাংশের দাবি। শোভন-বৈশাখীকে বিজেপিতে প্রতিষ্ঠা দেওয়ার জন্য সেদিন মিছিলের ডাক দেওয়া হলেও বিজেপির সেই কর্মসূচিতে পা মেলাননি নেতা-নেত্রী।

sovan and baishakhi | newsfront.co
ফাইল চিত্র

সোমবার ফের শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিছিলের ডাক দিল বিজেপি। তবে এক সপ্তাহ আগের অভিজ্ঞতা মাথায় রেখে এ বার শুধু সতর্ক থাকাই নয়, ওই কর্মসূচি থেকে নিজেদের দূরেই রাখছেন দলের রাজ্য নেতারা বলে খবর। এখনও পর্যন্ত যা খবর, তাতে সোমবারের মিছিলে রাজ্যস্তরের কোনও নেতাই উপস্থিত থাকছেন না। কলকাতা জোনের সব নেতাও নন। বিজেপি সূত্রে খবর, সোমবার শোভন-বৈশাখীকে নিয়ে যে মিছিল, তা শুধুই দলের দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার কর্মসূচি।

আরও পড়ুনঃ চিটফান্ড ইস্যুতে তৃণমূল – বিজেপিকে ‘চোরে চোরে মাসতুতো ভাই’ বলে কটাক্ষ অধীরের

শোভন চট্টোপাধ্যায়ের নিজের ক্যালমার জোরেই লোকজন আনতে হবে বলে খবর। যদিও শোভন-বৈশাখী নিজেরা গত সোমবারের মিছিলে না বেরনোর সপক্ষে যুক্তি দেখিয়েছেন। যদিও সে যুক্তি অবিশ্বাস করলেও এর মধ্যেই এই জুটিকে হারাতে চায় না দল বলে খবর। তাই কিছুটা হলেও সোমবারে শোভন-বৈশাখীর এই মিছিলের পরীক্ষা নেবে বিজেপির যুব মোর্চার সহ সভাপতির একই সময়ে বের হওয়া অন্য একটি মিছিলও। যদিও গত সোমবারের বিজেপির শোভন-বৈশাখী হীন মিছিলের প্রধান উদ্যোক্তা ছিলেন রাকেশ সিংই।

রাকেশের মিছিল হবে দলের বস্তি উন্নয়ন শাখার নামে। সেই মিছিলে রাজ্য নেতৃত্বের কেউ থাকবেন কি না, তা এখনও জানা যায়নি। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত এই মিছিলের জন্য পুলিশের অনুমতি মেলেনি। শোভন-বৈশাখীর মিছিলের জন্য পুলিশ অনুমতি দিয়ে দিয়েছে বলেই জানিয়েছেন বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শঙ্কর শিকদার।

আরও পড়ুনঃ টিকা নেওয়ার খুঁটিনাটি অনলাইনেই জানতে পারবেন পুরকর্মীরা

ওই মিছিল হবে গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত। রাকেশ সিং-এর মিছিল গত সোমবারের একই রুটে ফের হবে। তবে পুলিশ জানিয়েছে গত ৪ জানুয়ারির মিছিল ঘিরে যে ভাবে যানবাহন চলাচলের সমস্যা হয়েছিল, তা মাথায় রেখেই কাজের দিন অর্থাৎ ১১ জানুয়ারি আর মিছিলের অনুমতি দেওয়া যাচ্ছে না। লালবাজারের সেই চিঠি পাওয়ার পরেও অবশ্য মিছিল করতে অনড় রাকেশ।

শোভন-বৈশাখীকে চাপে ফেলতেই কি এই আলাদা মিছিল? জবাব এড়িয়ে রাকেশের বক্তব্য, ‘‘নেতৃত্বের সঙ্গে কথা বলে আগেই মিছিলের পরিকল্পনা করি। ডিসেম্বর মাসেই পুলিশের কাছে এর জন্য আবেদন করে রেখেছি। গোলপার্ক থেকে সেলিমপুরের মিছিল পরে ঠিক হয়েছে।’’

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here