নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন গড়বেতার বিজেপি দলের প্রার্থী মদন রুইদাস। এইদিন মা সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী মদন রুইদাস।
পাশাপাশি গড়বেতার মানুষের হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন প্রার্থী। এইদিন নির্বাচনী প্রচারে তার সাথে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় মন্ডল কমিটির সভাপতি সনৎ সিংহ সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা।
নির্বাচনী প্রচার শুরু করার সময় গড়বেতার বিজেপি প্রার্থী মদন রুইদাস বলেন, তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য বিজেপির নেতৃত্বে সোনার বাংলা গড়তে গড়বেতার মানুষ তাকে ভোট দিয়ে আশীর্বাদ করবেন।
আরও পড়ুনঃ দক্ষিণ ২৪ পরগণার তৃণমূলের তিন প্রার্থীর মনোনয়ন জমা
গত লোকসভা নির্বাচনে যে ভাবে মানুষ বিজেপিকে ভোট দিয়ে ছিলেন, ঠিক সেই ভাবেই এই নির্বাচনে মানুষ বিজেপিকে ভোট দিবেন বলে তিনি জানান। তিনি বাড়ি বাড়ি প্রচারে গিয়ে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে প্রচার করবেন বলেও জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584