নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দেশজুড়ে বিজেপির ঘোষিত নীতি গো-হত্যা বন্ধ করা, সেখানে কেরালার উপনির্বাচনে বিজেপি প্রার্থীর প্রতিশ্রুতি তিনি জিতলে তাঁর কেন্দ্রে সুলভ হবে উচ্চমানের হালাল গো-মাংস।
কেরালার মালাপ্পুরম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী এন শ্রীপ্রকাশের প্রতিশ্রুতি তিনি জিতলে তাঁর কেন্দ্রে সুলভ হবে উচ্চমানের গো মাংস। এদিকে তাঁর দল বিজেপির লক্ষ্য দেশজুড়ে গোমাংস নিষিদ্ধ করা, গো হত্যা নিষিদ্ধ করা। যদিও তাঁর দাবি বিজেপিকে হেয় করার জন্যই বিরোধীদের অপপ্রচার এইসব, বাস্তবে বিজেপি এমন কিছুই বলেনি।
ঘটনাচক্রে তাঁর নির্বাচনী কেন্দ্র মালাপ্পুরম হল মুসলিম অধ্যুষিত এলাকা। এদিকে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার ২০১৭ সালের মে মাসে দেশজুড়ে গোহত্যা নিষিদ্ধ করেছে।
আরও পড়ুনঃ ১৩ জনের প্রার্থী তালিকা ঘোষণা জাতীয় কংগ্রেসের
এমনকি, শ্রীপ্রকাশের এমন প্রতিশ্রুতির ঠিক আগের দিনই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রামান সিং গোহত্যার শাস্তি হিসেবে ফাঁসির সাজার প্রস্তাব রেখেছেন। কেরালা, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা ও সিকিমে এখনো গো-মাংস নিষিদ্ধ নয় আইনত। যদিও একাধিকবার বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে গোয়া, অরুণাচল প্রদেশে গো মাংস নিষিদ্ধ করা হবে না ।
আরও পড়ুনঃ আস্থা ভোটে ইমরানের জয়
মালাপ্পুরম গেরুয়া শিবিরের পক্ষে কঠিন লড়াই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শ্রীপ্রকাশের বিপক্ষে রয়েছেন মুসলিম লীগ প্রার্থী পিকে কুনালিকুট্টি এবং সিপিআইএমের এমবি ফয়সল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584