নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল চত্বরে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।মঙ্গলবার ভোটগ্রহণ চলাকালীন উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি ও তৃণমূলের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় এক বিজেপি কর্মীকে তলোয়ার দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
ওই কর্মীকে দেখতেই উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে যান বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। সেখানেই তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। প্রার্থীকে সেখান থেকে চলে যেতে বলা হয় বলে অভিযোগ করেছে বিজেপি। পাপিয়া হাসপাতাল থেকে বেরিয়ে যান।
আরও পড়ুনঃ আরামবাগে ফের আক্রান্ত তৃনমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁ
বিজেপি-র অভিযোগ, হাসপাতালের বাইরে পাপিয়ার সঙ্গে থাকা দলীয় কর্মীদের মারধর শুরু করে তৃণমূল, পাপিয়া বাধা দিতে গেলে তাঁকে চড় মারা হয় ও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিলেন বলে অভিযোগ বিজেপি-র। পাপিয়া ছাড়াও আরও কিছু বিজেপি কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেছে গেরুয়া শিবির।
পাপিয়া অধিকারী বলেন, ‘‘আমি সকাল থেকে এলাকায় ঘুরছি। কেন্দ্রীয় বাহিনী খুব ভাল কাজ করছে। কিন্তু তৃণমূল বারবার সমস্যা তৈরি করার চেষ্টা করছে। আমাদের কর্মীদের তরোয়াল দিয়ে মারা হয়েছে। সব ভোট বিজেপি-র দিকে পড়ছে দেখেই ওরা আমার উপর হামলা করেছে। চড়, ঘুষি তো বটেই এমনকি লোহার রড দিয়ে আমাকে মেরেছে। এর থেকেই বোঝা যাচ্ছে বাংলায় মহিলাদের নিরাপত্তা ঠিক কোথায়। আমি নির্বাচন কমিশনে অভিযোগ জানাব।’’
আরও পড়ুনঃ ‘মুর্শিদাবাদের ২২জন তৃণমূল প্রার্থী প্রত্যাহার করলে, কংগ্রেস ভাববে জোটের কথা’, প্রস্তাব অধীরের
পাপিয়া আরও বলেন, ‘‘যাঁরা আমাকে আজ মেরে ফেললেন না, তাঁরা ভুল করলেন। আগামী দিনে আমি দেখিয়ে দেব সুষ্ঠু প্রশাসন কাকে বলে।’’বিজেপি-র অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, প্রার্থীর বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষোভ দেখিয়েছেন, ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584