প্রশান্ত অরুন্ধতীর আক্রমণকারী তেজিন্দর বিজেপির প্রার্থী

0
45

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

আসন্ন দিল্লির বিধানসভা ভোট উপলক্ষে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। সেই প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক তেজিন্দর বাগ্গা । তেজিন্দর হরিনগর বিধানসভা থেকে বিজেপির হয়ে লড়বেন। বিজেপির এই টুইটার স্টার বর্তমানে বিজেপির দিল্লি শাখার দলের মুখপাত্র।

bjp candidate tajinder | newsfront.co
কোলাজ চিত্র

ঘোষিত এই বিজেপি প্রার্থী প্রথমবার ২০১১ সালে সুপ্রিমকোর্টে প্রশান্ত ভূষণের চেম্বারে ঢুকে তাঁকে মারধোর করে প্রকাশ্যে ঘোষনা করেন, তখন সে ভগৎ সিং ক্রান্তি সেনার নেতা ছিল। এরপর অরুন্ধতী রায়ের অনুষ্ঠানে জোর করে ঢুকে তাঁকে আক্রমণের চেষ্টা করেন।

আরও পড়ুনঃ জল সঙ্কটে ভুগছে সুন্দরবনের তিন গ্রাম পঞ্চায়েত, প্রশ্নের মুখে প্রশাসন

২০১২ সালে সৈয়দ আলি শাহ গিলানীকে আক্রমণ করে বাগ্গা। আক্রমণের পাশাপাশি বাগ্গার কর্মকান্ডের তালিকায় আছে পাকিস্থান হাই কমিশনের দেওয়ালে বালুচিস্থানকে মুক্ত করে দেওয়ার দাবিতে পোস্টার সাঁটানোর কৃতিত্ব। ২০১৫ সালে তেজিন্দর নমো পত্রিকা শুরু করে। সেই বছর টুইটার ইনফ্লুয়েন্সার হিসাবে নরেন্দ্র মোদীর বাড়িতে ডাক পায়।

২০১৭ সালে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেয় তেজিন্দর।অনেকের ভাবনা ছিল বাগ্গা কেজরিওয়ালের বিরুদ্ধে লড়বে তিলকনগর থেকে, কিন্তু অবশেষে বিজেপি প্রকাশিত দ্বিতীয় প্রার্থী তালিকায় হরিনগর কেন্দ্রের প্রার্থী হিসাবে তার নাম ঘোষিত হয়।

বিজেপির সবচেয়ে প্রভাবশালী টুইটার অ্যাকাউন্ট গুলির মধ্যে একটি হলো তেজিন্দরের। স্বরা থেকে কুনাল কামরার সাথে টক্কর দেয় সে । প্রার্থী হিসাবে তার নাম ঘোষিত হওয়ার পর #Bagga4HriNagar টুইট করে সে। মঙ্গলবার সকালে তার এই টুইট ট্রেন্ডিং হয়ে যায়। এখন দেখার নেট দুনিয়ায় ভাইরাল, পেশীশক্তি আস্ফালক বাগ্গা নির্বাচনী লড়াইয়ে কতটা দাপুটে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here