নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এবং কাঁথি দুটি লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন জেলা শাসকের দপ্তরে।
তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর ও কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশীষ সামন্ত মনোনয়নপত্র জমা দেওয়া কে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থায় মোড়া ছিলো জেলা শাসকের অফিস চত্বর।
বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়পত্র জমা দেন বিজেপি প্রার্থী। কাঁথি লোকসভা কেন্দ্রে এবারের প্রার্থী ডাঃ দেবাশীষ সামন্ত।যদিও দেবাশীষ বাবু এখনও এনওসি সার্টিফিকেট পাননি তাই বিজেপির সৌরিন্দ্র মোহন জানাও মনোনয়ন জমা দেন।
আরও পড়ুনঃ চতুর্মুখী লড়াই তাই জয় নিশ্চিত,মনোনয়ন জমা দিয়ে মত অশোকের
কাঁথি লোকসভা কেন্দ্রের মনোনয়ন জমা নেন অতিরিক্ত জেলাশাসক শেখর সেন।
তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী সিদ্ধার্থ নস্কর মনোনয়ন পত্র জমা দেন জেলা শাসক পার্থ ঘোষের কাছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584