নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ বোলপুরে আসেন বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। বোলপুরে দাঁড়িয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে চলা বিক্ষোভের চরম বিরোধিতা করেন তিনি।
বিজয়বর্গীয় তোপ দাগেন, সংসদে পাস হওয়া কোনও নিয়ম রাজ্য মানবে না, এটা ভারতীয় গণতন্ত্রে হতে পারে না।রাজ্যের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন হতেই পারে। বীরভূমের বোলপুরে দাঁড়িয়ে একথা বললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
এরপর তিনি মুর্শিদাবাদের বহরমপুর আসার জন্য রওনা দেন। আসার পথে নবগ্রাম, পাঁচগ্রাম সহ বিভিন্ন মোড়ে অবরোধের মুখে পড়েন এবং দেহরক্ষী’র সঙ্গে অবরোধকারীদের ধাক্কাধাক্কি পর্যন্ত হয়।
বহরমপুর আসার পথ আটকানো হয় অবশ্য পথ অবরোধকারীদের হাতে কোনো রাজনৈতিক দলের পতাকা দেখা যায়নি। বিক্ষোভের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন বিজয়বর্গীয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584