বিজেপি ক্ষমতায় এলে পুলিশ কেউটে সাপ হয়ে ছোবল মারবে- গঙ্গারামপুরে জানাল দিলীপ

0
81

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

পুলিশ এখন ঢোরা সাপ হয়ে আছে, মে মাসে বিজেপি ক্ষমতায় এলেই এই পুলিশ দেখবেন তৃণমূল নেতাদের তাদের কৃতকর্মের জন্য গ্রেফতার করে জেলে পুড়ে কেউটে সাপ হয়ে ওদের ছোবল মারবে। সোমবার কুয়াশায় মোড়া সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে চায়ে-পে চর্চা তে যোগ দিয়ে একথা বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ

diip ghosh | newsfront.co
দিলীপ ঘোষ ৷ ফাইল চিত্র

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, তাদের দলের সর্বভারতীয় সভাপতির উপর আক্রমণের ঘটনায় কেন্দ্র যে তিন পুলিশ অফিসারকে ডেকে পাঠিয়েছেন। তারা নিজেরাই সে ডাকে সাড়া দিয়ে এ রাজ্য থেকে মুক্তি চাইছেন। আর দিদিমণি নাটক করছেন। রাজ্য সভাপতি দিলীপ বাবুর অভিযোগ, তাদের দলের কেন্দ্রীয় নেতাদের এ রাজ্যে আসাকে বহিরাগত বলা হচ্ছে, অথচ পিসির ভাইপোর বউ বহিরাগত, থাইল্যান্ডের বাসিন্দা , তার সেদেশের পাসপোর্ট রয়েছে।

আরও পড়ুনঃ বিমল গুরুং, রোশন গিরি সিলেবাসের বাইরে! সুকনায় মন্তব্য বিনয় তামাংয়ের

দিদির পরামর্শদাতা ভোট কুশলী পি কে কোথাকার বাসিন্দা ? আর শাহরুখ খানের সাথে নেচেছেন, সে কোথায় থাকে ? বলে চায়ে পে চর্চায় প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।গতকাল রাত্রি আটটা নাগাদ উত্তর দিনাজপুরে দলীয় সভা ও সাংগঠনিক বৈঠক সেরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে আসেন। পরে বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে এক চায়- পে চর্চার আসরে তিনি যোগ দেন। সেখান থেকে রাতেই গঙ্গারামপুরে আসেন।

আজ সকালে এই শহরে চায়ে- পে চর্চার আসরের পর দলীয় কর্মী ও কর্মকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে।সেখান থেকে দুপুরে তিনি বালুরঘাটের অদূরে পতিরামে একটি সভা করে মালদাতে ফিরে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।গঙ্গারামপুরে চায়ে পে চর্চার আসরে সাংবাদিকদের করা নানান প্রশ্নের উত্তরে দিলীপ বাবু বলেন, রাজ্যে খুন খারাপির পরিবেশ তৈরি করে তৃণমূল ভোটারদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে, যাতে মানুষ ভোট দিতে না আসে।পাশাপাশি তারা চাইছে এই পরিবেশ সৃষ্টি করে কেন্দ্র রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ করুক যাতে তারা শহীদ হয়ে ভোটে ফয়দা তুলতে পারে, এসব চেষ্টা করছে তৃণমূল।

আরও পড়ুনঃ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত! বোলপুরে বললেন কৈলাশ বিজয়বর্গীয়

তিনি আরও বলেন, এখন আবার নতুন চেষ্টা চলছে তৃণমূল নেত্রীকে নাকি খুন করার চক্রান্ত হচ্ছে, তিনি প্রশ্ন তোলেন, তাকে কে খুন করবে ? বরং তার দশ বছরের শাসন কালে তাদের দলের ১৩৫ জন কর্মী খুন হয়েছেন। তাই আপনাকে কেউ খুন করবে না, তার পাল্টা জবাব, করলে আপনার দলের যারা ক্ষমতায় বসার চেষ্টা করছে তারাই করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি । আসলে তৃণমূল হেরে যাওয়ার ভয়েই এসব চালাচ্ছে বলে তিনি জানান। তিনি তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ ব্যানার্জীকে জোকার হিসেবে আখ্যা দিয়ে বলেন রাজ্যে মা- মাটি- মানুষের যাত্রা পালা চলছে।

সেই যাত্রা পালায় দুই জন জোকার আছে, একজন মোটা জোকার আরেকজন পাতলা জোকার, উনি সেই পাতলা জোকার।পাশাপাশি তার দাবি মুকুল বাবু সহ অনান্যরা রাষ্ট্রপতি শাসন চাইলেও তার দলের কর্মী ও জনগনের উপর ভরসা আছে , তাই ভোটের মাধ্যমেই বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে। তৃণমূলের নেতা রাজীব ব্যানার্জী ও পার্থ চ্যাটার্জীর বৈঠক প্রসঙ্গে বলেন, ওখানে কোন ভাল লোক থাকতে পারবে না, তার দলের দরজা সবার জন্য খোলা রয়েছে বলে তিনি জানান।তিনি আরও বলেন, সীমান্তে কাটাতারের বেড়া সমাপ্ত করার জন্য দিদিমণি জমি দেয় নি শুধু মাত্র রোহিংগা ও মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটের জন্য জমি দিয়েছেন ।

আরও পড়ুনঃ বালুরঘাটে চাকরির প্রতিশ্রুতি কার্ড বিলির কর্মসূচি যুব মোর্চার

তারা ক্ষমতায় এসেই সীমান্তে কাটাতারের বেড়ার কাজ শেষ করে এসব বন্ধ করবেন বলে জানান তিনি ৷ পাশাপাশি তিনি দাবি করেন, ভোটের আগেই সমস্ত ভারতে বসবাসকারী হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান করা হবে।

তিনি আজ এ প্রসঙ্গে এও দাবি করেন, দক্ষিণ দিনাজপুর জেলার ৬ টি বিধানসভা আসনের পাশাপাশি উত্তরবঙ্গে ৫০ টি আসন সহ ২০০ বেশি আসনে বিজেপি জয়লাভ করে রাজ্যে পালাবদল ঘটিয়ে ক্ষমতায় আসবে ।যদিও কুয়াশা ঘেরা সাত সকালে বিজেপির রাজ্য সভাপতির চায়ে-পে চর্চার আসরে ভালই জনসমাগম লক্ষ্য করা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here