তৃণমূল দলকে যাত্রাপার্টির সঙ্গে তুলনা বিজেপি রাজ্য সভাপতির

0
49

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

তৃণমূল দলকে যাত্রাপার্টির সঙ্গে তুলনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বিজন সেতু ক্রসিংয়ে বিজেপির যুব মোর্চার আয়োজিত সভায় ‘আর নয় অন্যায়’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

dilip ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি তার বক্তব্যে তৃণমূল দলকে যাত্রাপার্টির সঙ্গে তুলনা করেন। তিনি বলেছেন, ‘এই দলটা আর কোনো দল নয়, যাত্রাপার্টি। যে যার মত মুখস্থ পার্ট আউড়ে যাচ্ছে। প্রশান্ত কিশোর পালা লিখে চলেছেন। তা মানতে চাইছেন না তৃণমূলের দলেরই অনেক নেতা বিধায়ক মন্ত্রীরা পর্যন্ত।

dilip ghosh on stge | newsfront.co
নিজস্ব চিত্র

আর এক পদত্যাগী মন্ত্রীকে নিয়ে যা হচ্ছে, তা বলার নয়। দুই সাংসদ মেটাতে গিয়ে সেমসাইড গোল খেয়ে গেলেন। আসলে প্র্যাকটিশ নেই তো!’ পরে দিলীপ ঘোষ আরো বলেছেন,’বিধানসভা ভোটের পর ওনার জেলে যাবার ইচ্ছে পূর্ণ করে দেব মে মাসের পর। সবই হবে আইনের মাধ্যমে।

আরও পড়ুনঃ মোদীর হাত ধরে উন্নয়ন করতে চাই-দিল্লি থেকে ফিরে জানালেন মিহির

তারপর পেনশন দিয়ে কালীঘাটে পুজো আচ্ছা করে দিন কাটাবেন। বাংলার মানুষের সঙ্গে যে তঞ্চকতা করেছেন, তা সাধারণ মানুষ মেনে নেবেন না। এমনিতেই ওনার রক্তচাপ, রক্তে শর্করা বেড়ে যাচ্ছে। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই আসবে, কী হবে জানি না।’

বৃহস্পতিবার বালিগঞ্জের বিজন সেতু ক্রসিংয়ের বিজেপির এই সভায় প্রচুর সমর্থক এসে ভিড় জমান। এদিন দিলীপ ঘোষের হাত থেকে বহু সংখ্যালঘু মানুষ বিজেপির পতাকা হাতে তুলে নেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here