উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল দলকে অথর্বের দল বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। এদিন তার নিশানা ছিল সাংসদ সৌগত রায় সহ অন্যান্যরা।দলবদল, দুয়ারে সরকার সহ নানা প্রকল্প নিয়ে তৃণমূলকে বিঁধলেন তিনি।
মঙ্গলবার তিনি তৃণমূল দলকে অথর্বের দল বলে কটাক্ষ করেন। এদিন বলেন, “তৃণমূল অথর্ব দলে পরিণত হয়েছে।যারা নেতা ছিলেন, তারা হয় পালিয়ে গেছেন, নতুবা বসে গেছেন। যাদের কোথাও যাওয়ার নেই তারা পড়ে আছেন।” এদিন তিনি সাংসদ সৌগত রায়ের প্রসঙ্গ নিয়ে আসেন। সৌগত রায় বলেছিলেন, “যারা দল ছেড়ে পালাচ্ছে তারা ইঁদুর।” এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “বাকিরা ইঁদুর হলে উনি কী মোষ? ওকে কেউ দলে নেবে না। তাই উনি তৃণমূলে পড়ে আছেন।”
আরও পড়ুনঃ শুভেন্দু বাবু একজন ভাল নেতা, বিজেপিতে এলে ভালো হবে! হলদিয়াতে মন্তব্য ভারতী ঘোষের
দুয়ারে সরকার প্রকল্প কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, “এর আগেও এরকম অনেক প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, তার সুবিধা কতজন পেয়েছেন! উল্টে দলের লোকেরাই কাটমানি খেয়েছেন। এটা নির্বাচনী চমক।”অন্য দিকে বিজেপির যুব মোর্চার সাংগঠনিক জোনের পর্যবেক্ষকদের সিলমোহর দিলেন না রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যুব সংগঠনের জোনগুলির দায়িত্ব কারা পাবে তা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে স্থির করা হবে বলে যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁকে আগেই জানিয়েছিলেন দিলীপ ঘোষ।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বিজেপি যুব মোর্চার বাইক র্যালি আটকালো পুলিশ
তবে কলকাতা জোনের দায়িত্ব যুব মোর্চার সহ সভাপতি শঙ্কুদেব পণ্ডাকে আগেই দিয়ে দিয়েছেন তিনি। কিন্তু সোমবার রাতে জানা গেছে সৌমিত্র খাঁর নিয়োগ করা জোনাল পর্যবেক্ষকদের নাম আপাতত সরিয়ে দেন দিলীপ ঘোষ। কিন্ত কী কারণে এই সিদ্ধান্ত তা নিয়ে বিজেপির অন্দরে তৈরি হয়েছে জল্পনা।
তবে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “কোনো জল্পনা নেই। শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে বিজেপির যুব মোর্চা। তারপরই দিলীপ দা যুব মোর্চার জোনাল পর্যবেক্ষক নিয়োগ টা করবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584