স্বার্থপূরণ না হওয়ায় তৃণমূলে ফিরতে চান সোনালী, কটাক্ষ দিলীপ ঘোষের

0
102

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

মাস তিনেক আগে বিধানসভার টিকিট না পাওয়ায় ক্ষোভে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সোনালি গুহ। তারপর আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকা সুযোগ করে দিন।’

dilip ghosh and sonali guha | newsfront.co

এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, উনি যদি তৃণমূলে ফিরে যান তাতে বিজেপির কোনও ক্ষতি হবে না। অনেকেই উদ্দেশ্য নিয়ে এসেছিলেন তারাই এখন ফিরে যাচ্ছেন। তিনি বলেন, ‘‘এনাদের আসা যাওয়াতে দলের কোনও ক্ষতি হবে না। যারা দলের প্রকৃত সৈনিক তারা সবসময়ই দলের পাশে থাকেন।’’

আরও পড়ুনঃ দিনভর আইনি তরজা কাটিয়ে বাড়ি ফিরলেন ফিরহাদ হাকিম, থাকতে হবে গৃহবন্দী

একুশের বিধানসভা নির্বাচনের আগে সাতগাছিয়া থেকে টিকিট না পাওয়ায় দল ত্যাগ করেছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোনালি। আজ তিনি টুইট করে জানিয়েছেন, ফিরে যেতে চান পুরনো দলে। মুখ্যমন্ত্রী মমতার ‘আঁচলের তলে’ থাকতে চাওয়ার আর্জি জানিয়েছেন তিনি। সোনালী এও বলেন, ‘আগামীদিনে অনেক নেতা কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলে আসবেন।’

উল্লেখ্য, গত মঙ্গলবার বিজেপি ছেড়েছেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস।দল ছাড়ার প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘অনেকে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে দলে এসেছিলেন। সেসব পূরণ হবে না বুঝতে পেরে চলে যাচ্ছেন। লড়াইয়ে ভয় পাচ্ছেন।’’

আরও পড়ুনঃ মোহভঙ্গ! বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চান সোনালী গুহ

বিজেপির আরও এক নেতা জানিয়েছেন, ‘এটা হওয়ারই ছিল। আরও অনেকেই যাবেন। দলে এসেই যারা প্রার্থী হয়েছিলেন হেরে যাওয়ার পরে তারা আর বাড়ি থেকে বেরোচ্ছেন না, ফোনও ধরছেন না। এনাদের দলে থাকা না থাকা সমান।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here