তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা আওয়াজ তুললেন দিলীপ

0
128

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

খেলা হবে, খেলা হবে! তৃণমূলের এই স্লোগানের বিরুদ্ধে পাল্টা স্লোগান দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার হেস্টিংসের বিজেপির নির্বাচনী অফিসে সাংবাদিক সম্মেলনের পাল্টা স্লোগান তুললেন তিনি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন,’তৃণমূলের খেলা হবে ,খেলা হবে শুনেছি।

bjp chief dilip ghosh | newsfront.co
সাংবাদিক বৈঠক। নিজস্ব চিত্র

এবার আমি বলছি, সব খেলবো। কারণ খেলার আগেই দল বদল হয়ে গেছে। ওদের ডিফেন্ডার, ফরওয়ার্ড এখন আমার দলে চলে এসেছে। মাঠে নামবো আর গোল দেব।’ পরে তিনি বলেছেন,’টাকা দিয়ে ভোট কেনা যায় না। ভোটে জেতার জন্য বিজেপি বাজেট করে না।’ পরে তিনি দাবি করেন,’আমপান মোকাবিলায় কেন্দ্র চার হাজার আটশো কোটি টাকা দিয়েছে। এই টাকা দিয়ে দুর্নীতি করেছেন। লোকে এটা জেনে গেছে।’

আরও পড়ুনঃ রাজ্যসভায় ডেরেককে কটাক্ষ মোদীর

মেদিনীপুরের এই সাংসদ বলেন,’রাজ্যের তিয়াত্তর লাখ চাষীর মাত্র তেইশ লাখ চাষী নিজেদের উদ্যোগে ছ হাজার টাকা বছরে নেবার জন্য নাম পাঠিয়েছিল। কিন্তু রাজ্য সরকার তা অনুমোদন না করায় তারা কেউ এই টাকা পাননি। কিন্তু অন্য রাজ্যে তখন কৃষক তিন বছরের কুড়ি হাজার টাকা পেয়ে গেছেন।

বাংলার চাষিরা মোদিজির সঙ্গেই আছেন। তাই লোকসভা ভোটে কৃষি প্রধান এলাকায় বিজেপি জিতেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের প্রতি ভুল ও মিথ্যা তথ্য দিয়েছেন। উনি সরকারি তথ্যে লিখেছেন এখন কৃষকদের বার্ষিক আয় দু লাখ নব্বই হাজার। এটা পুরো মিথ্যা। কৃষকরা এই টাকা পেলে ওদের অত দুর্দশা হতনা। এরাজ্যে সবচেয়ে কমদামে ধান কৃষকদের থেকে কেনে। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ওদের দুর্দশা থাকবে না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here