উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বিষাক্ত সাপ বলায় , তার তীব্র প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বিজেপি রাজ্য দফতরে অন্য দল থেকে বিজেপিতে যোগদান মেলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল নেত্রীকে খোঁচা দেন।
দিলীপ ঘোষ বলেন,’ যারা কিছু করতে পারে না, তারা গালাগাল দেয়। আমরা জানি, পাড়ায় খ্যান্তবুড়ি থাকে। তাকে সবাই ক্ষেপায়। সে সবাইকে গালাগাল দেয়। মা বাপ চোদ্দ পুরুষ তুলে। বাংলার মানুষ এর থেকে মুক্তি পেতে চায়। রাস্তায় গুলি মারতে বলছে, তারা আবার মুখে বড় কথা বলছে। তৃণমূল নেতানেত্রীদের মুখের ভাষা দেখুন। এটাও বাংলার সংস্কৃতি নয়।
আরও পড়ুনঃ বিজেপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের ৩৩০ টাকা মজুরি করার প্রতিশ্রুতি সায়ন্তনের
বাংলার সংস্কৃতি ভারতের বাইরে নয়।তাই তারা বিজেপির দিকে আসতে চাইছে।’ পরে তিনি আরও বলেন,’ পার্থ চট্টোপাধ্যায় ভয় পেয়ে গেছেন বিএসএফ গরু আটকে দিচ্ছে, সিপিএমের সোনা আটকে দিচ্ছে। তৃণমূলের আয় কমে যাচ্ছে। আর সাধারণ মানুষ চাইছে, রাজ্যে যাতে ভোটের দু’মাস আগে কেন্দ্রীয় বাহিনী এলেই শান্তিতে তারা ভোট দিতে পারবে। যারা বিএসএফ ভয় পায়, তাদের প্রতি সন্দেহ আছে , তাদের উদ্দেশ্য ও ঠিক নয়।
আসলে বিএসএফ কে ম্যানেজ করা যেত এখন কেন্দ্রীয় বাহিনী এত কড়া, এদের দিয়ে আর রোজগার করে খাওয়া যায় না। এসব নিয়ে হতাশ হয়ে এসব কথা বলছেন ওরা।’ পরে তিনি দাবি করেন, ‘ আমি নির্বাচন কমিশনের সামনে বলেছি, তৃণমূল গুলি ও বোমা মারলে রাজ্যের পুলিশ কিছু বলে না, আর কোনো বিজেপি কর্মী অত্যাচারিত হয়ে কিছু বললে তাঁকে রাত দুটোয় তুলে নিয়ে যাওয়া হবে। মানুষ এসবের থেকে নিষ্কৃতি পেতে বিজেপির হাত ধরে পরিবর্তন আনতে চাইছে।’
আরও পড়ুনঃ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচন কমিশনের
অন্যদিকে ভোটে ইভিএম মেশিন বয়কট প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন,’ লোকসভায় বিজেপি আঠারোটি আসন পাওয়ার পর তৃণমূল নেত্রী ইতিমধ্যেই মেশিন বয়কটের জন্য রাস্তায় নেমেছিলেন। এরপর হাইকোর্টে আইনজীবীদের নির্বাচনে দশ হাজার ব্যালট ব্যবহার করলেও আমরা পনেরটির মধ্যে আটটি আসন জিততে সমর্থ হই। এরপর তৃণমূল সরকার মেয়াদ উত্তীর্ণ কোনো পুরসভায় ভোট করাতে সাহস দেখাচ্ছে না।’ এদিন প্রচুর কর্মী দিলীপ ঘোষ ও বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের হাত থেকে বিজেপি পতাকা হাতে তুলে নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584