পিকে প্রশ্নে মদনের মন্তব্যকে সমর্থন করে জল্পনা উস্কালেন দিলীপ

0
99

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের পাশে দাঁড়ালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল
দলের বিরুদ্ধে ইঙ্গিতবাহী মন্তব্য করে পিকের বিরোধিতা করায়, তৃণমূল নেতা মদন মিত্রের পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘তৃণমূল নেতারা কী পরবেন, কী খাবেন তাও ঠিক করে দিচ্ছেন পিকে। এতে বাঙালির অপমান না হলে আর কীসে হবে?’

mla madam mitra | newsfront.co
মদন মিত্র। ফাইল চিত্র

সোমবার একাধিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে মদন মিত্র বলেছিলেন, ‘মানুষের মন জিততে কী করতে হয় সেই শিক্ষা প্রশান্ত কিশোরের কাছ থেকে নেব না।’ সঙ্গে দলের নেতৃত্বের একাংশকে কটাক্ষ করে, ‘ক্যাপসুল লিফট’ ও হেলিকপ্টারে মালদা ভ্রমণের প্রসঙ্গ তোলেন তিনি। শুভেন্দুকেও অহংকারী না হওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, ‘ফাইনাল প্যাক আপ করার সময় হয়েছে।’

আরও পড়ুনঃ সুশৃঙ্খল আন্দোলনে পুলিশি মারধর মাদ্রাসা শিক্ষকদের

এদিন মদনবাবুর বক্তব্যকে সমর্থন করে দিলীপ ঘোষ বলেন, ‘উনি ঠিকই বলেছেন। অনেকে বলতে পারছেন না, উনি বলেছেন। কে কী পাঞ্জাবি পরবে, কে কী খাবে, রাতে খাবার পর ওষুধ খাবে কি না এসবও ঠিক করে দেওয়া হচ্ছে। গতকাল বলেছিলাম, ভিতর থেকে আওয়াজ উঠছে, পিকে হঠাও, টিএমসি বাঁচাও। সেই রাস্তাতেই মদনবাবু হাঁটতে চলেছেন।’

আরও পড়ুনঃ ফের উত্তপ্ত খেজুরি, বিজেপির জমায়েতে তৃণমূলের হামলার অভিযোগ

দিলীপ ঘোষের প্রশ্ন, ‘এটাতে যদি বাঙালির অপমান না হয় তাহলে কীসে বাঙালির অপমান হবে জানি না। যারা বাঙালি বাঙালি করছেন, তারা বাঙালির খাওয়া-পরাটাও ঠিক করে দিচ্ছেন, এই ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গে আগে ছিল না।’

তবে মদনবাবু বিজেপিতে যোগদান করবেন কি না তা নিয়ে এদিন কিছু বলেননি দিলীপ ঘোষ। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা আস্থাভাজন এই নেতা বেসুরো হওয়ায় তৃণমূলের অন্দরেও সেই জল্পনা শুরু হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here