আমাদের দু’জন কর্মীর গায়ে হাত দিলে ওদের চারজনকে হাসপাতালে পাঠানঃ দিলীপ ঘোষ

0
101

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

ফের বে-লাগাম রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রকাশ্য জনসভায় একের বিরুদ্ধে দুই, দুই এর বিরুদ্ধে চারজনকে মেরে ফাটিয়ে হাসপাতালে পাঠাতে নিধান দিলেন।

dilip ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপি কর্মী বাপি ঘোষের খুনের প্রতিবাদে নদিয়ার আসাননগরে এক বিশাল জনসভায় আসেন দিলীপ ঘোষ। সেখানে হাজার কর্মী সমর্থকদের সামনে এমনই পাল্টা মারের কথা বলে কর্মীদের উজ্জীবিত করলেন তিনি।

আরও পড়ুনঃ হিলিতে জাতীয় সংবিধান দিবস উদযাপন

bjp party | newsfront.co
নিজস্ব চিত্র

নদিয়ার আসাননগরের বিজেপি কর্মী বাপি ঘোষের খুনের প্রতিবাদে আজ এক বিশাল জনসভা করল বিজেপি। এদিন জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সহ সভাপতি নেতা জয়প্রকাশ মজুমদার এবং দলের সম্পাদিকা মাফুজা খাতুন। এদিন জনসভায় ছিল বহু বিজেপি সমর্থকদের ভিড়।

আরও পড়ুনঃ মেদিনীপুরে তৃণমূল নেতার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

bjp leader dilip ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

জনসভায় বক্তব্য রাখার সময় দিলীপ ঘোষ সমর্থকদের উদ্দেশ্য বলেন, “বিজেপির লোকজনদের রাস্তাঘাটে মারবে, আপনারা খালি হাতে মার খেয়ে ফিরবেন না। আমাদের দুইজন হাসপাতালে গেলে ওদের চারজনকে হাসপাতালে পাঠাবেন। আমরা নদিয়ার লোক, হাত উপরে করে হরেকৃষ্ণ বলি, হাত উপরে করবেন না, হাতে লাঠি রাখবেন।“

আরও পড়ুনঃ কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে, সারা বছর ধরে নেতাজির জন্মশতবর্ষ উদযাপনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

public | newsfront.co
নিজস্ব চিত্র

জনসভার শুরুতে অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন কিছু নতুন কর্মী। এদিন জনসভায় আসাননগরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাপি ঘোষের পরিবারের হাতে ৫ লক্ষ টাকা তুলে দেন। এরপর সেখান থেকে রানাঘাট কুপার্স এর উদ্দেশ্যে রওনা হন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here