বাংলায় কিষাণ নিধির টাকা না পাঠানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলীপ ঘোষের

0
92

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বাংলায় কিষান সম্মান নিধির টাকা পাঠানো বন্ধ করুক কেন্দ্র, এমনই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই আবেদন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। চিঠিতে তিনি আশংকা প্রকাশ করেছেন যে কেন্দ্রীয় এই প্রকল্পের টাকায় রাজ্যে দুর্নীতি হতে পারে এবং সে কারনেই প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন দিলীপ ঘোষ এমনটাই জানা গিয়েছে।

dilip ghosh | newsfront.co
দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি। ফাইল চিত্র

পাশাপাশি উপভোক্তা কৃষকদের নামের সঠিক তালিকা তৈরির জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের একটি দলকে রাজ্যে পাঠানোর দাবিও জানিয়েছেন দিলীপবাবু।বৃহস্পতিবার মোদীকে পাঠানো এই চিঠিতে কিষান নিধি প্রকল্পে দুর্নীতি হতে পারে এমন আশংকা জানানোর পাশাপাশি ৪ ধরণের দুর্নীতির আভাসও মোদীকে দিয়েছেন দিলীপ ঘোষ।

একই সঙ্গে নরেন্দ্র মোদীকে ৬টি পরামর্শও দেওয়া রয়েছে দিলীপ বাবুর চিঠিতে। তার মধ্যে একটি হল রাজ্যের পাঠানো কৃষকদের তালিকা অত্যন্ত ভাল করে খতিয়ে দেখা। আর সে কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত যেন বাংলায় পরের কিস্তির টাকা পাঠানো বন্ধ রাখে কেন্দ্র।বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র ঘোষণা ছিল ক্ষমতায় এলে কিষান সম্মান প্রকল্প চালু করা হবে।

আরও পড়ুনঃ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং’কে নোটিশ সিআইডির

এছাড়া একাধিকবার প্রচারে বিজেপি অভিযোগ এনেছে যে কেন্দ্রীয় প্রকল্প রুপায়নে রাজ্যে বিপুল দুর্নীতি হয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মে মাস থেকেই বাংলায় চালু হয়েছে কিষান নিধি প্রকল্প, তবে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সব কৃষককে মাসে ১৮০০০ টাকা দেওয়া হয়নি কিশান নিধির ২০০০ টাকা তাঁদের ব্যাঙ্কে জমা পড়েছে।

দিলীপ ঘোষের দাবি অনুযায়ী কেন্দ্রীয় এই প্রকল্পের সুবিধা পেতে ২৩ লাখ কৃষক নির্দিষ্ট পোর্টালে আবেদন করলেও প্রথম দফার টাকা পেয়েছেন মাত্র ৭ লাখ কৃষক, বাকিদের ক্ষেত্রে রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি বলেই তাঁরা বঞ্চিত হয়েছেন।

আরও পড়ুনঃ করোনা যোদ্ধা হিসেবে ব্যাঙ্ককর্মীদের টিকাকরণে সম্মতি দিল রাজ্য সরকার

এছাড়াও চিঠিতে রাজ্য সরকারের বিরুদ্ধে কাটমানি থেকে সিণ্ডিকেট এই সংক্রান্ত অভিযোগ এনেছেন দিলীপ বাবু। তাঁর দাবি, এই প্রকল্পের ক্ষেত্রে তৃণমূল সরকার তোষণের পথে হেঁটে অনেক যোগ্য কৃষককে প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত করতে পারে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এমন আশঙ্কাই প্রকাশ করেছেন দিলীপ ঘোষ।

আরও অভিযোগ রাজ্য বিজেপির সভাপতির রয়েছে, তিনি লিখেছেন যে এই প্রকল্পের জন্য আধার কার্ড বাধ্যতামূলক হলেও, বাংলার ক্ষেত্রে তার কোন কার্যকরী ভূমিকা নেই কারণ, এই রাজ্যে তৃণমূল নেতাদের দুর্নীতির ফলে বহু অনুপ্রবেশকারীর কাছেও আধার কার্ড রয়েছে।সামগ্রিক ভাবে দিলীপ ঘোষ আরও লিখেছেন যে, আপাতত টাকা পাঠানো বন্ধ ক্রুক কেন্দ্রীয় সরকার। খতিয়ে দেখা হোক রাজ্যের পাঠানো তালিকা একই সঙ্গে গোটা তালিকা ‘পিএম কিষান’ পোর্টালে দেওয়া হোক।

আরও পড়ুনঃ সাহায্যের হাত! করোনা সংকটে কেন্দ্রকে প্রায় ১লক্ষ কোটি টাকা দিচ্ছে আরবিআই

সেই তালিকা থাকুক রাজ্যের সব জেলাশাসক, বিডিও এবং পঞ্চায়েত অফিসে। এছাড়া রাজ্যের যে কৃষকেরা পোর্টালে আবেদন করেও রাজ্যের ছাড়পত্র পাননি তাদের বিষয়টা খতিয়ে দেখতে কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে একটি টিম গঠন করা হোক। সেই দল বাংলায় এসে গোটা বিষয়টা দেখুক। দিলীপ ঘোষ অবশ্য দাবি করেছেন, প্রকৃত গরিব কৃষকরা যাতে এই প্রকল্পের সুবিধা পায় সেইজন্যই প্রধানমন্ত্রীকে তাঁর এই চিঠি লেখা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here