অভিনেত্রীকে ‘যৌনকর্মী’ মন্তব্যে ক্ষমা চাইল বিজেপি

0
95

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ’র মন্তব্য নিয়ে এবার ক্ষমা চেয়ে নিল বিজেপি। গত বুধবার অভিনেত্রী সায়নী ঘোষকে আক্রমণ করতে গিয়ে সৌমিত্র ‘যৌনকর্মী’ শব্দটি ব্যবহার করেন। সেই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেন সায়নী ঘোষও।

soumik bhatterjee | newsfront.co
সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য। নিজস্ব চিত্র

এরপর শুক্রবার রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে বলেন, “বিজেপি এই ধরনের মন্তব্য সমর্থন করে না। দলের যিনি এমন কথা বলেছেন, তিনি ভুল করেছেন। এ জন্য দলের পক্ষ থেকে যাঁদের অপমান করা হয়েছে, তাঁদের ও তাঁদের পরিবারের কাছে আমি ক্ষমা চাইছি। একই সঙ্গে এই মন্তব্যের জন্য রাজ্যবাসীর কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি।“ এটা বিজেপি-র ‘ভাষা’ নয় বলেও দাবি করেন শমীক।

বিজেপি-র পক্ষে ক্ষমা চাওয়াকে স্বাগত জানিয়েছেন সায়নী ঘোষও। সম্প্রতি সায়নী ঘোষের সঙ্গে বিজেপি নেতা তথাগত রায়ের বিবাদ চলছিল। তারই মধ্যে বুধবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সভায় ভাষণ দেওয়ার সময় টলি পাড়ার ‘বিরোধী কণ্ঠস্বর’ -এর বিরুদ্ধে সরব হন সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের সাংসদ বলেন, ‘‘দক্ষিণ কলকাতায় কিছু ফিল্ম আর্টিস্ট আছেন, যাঁরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ২ লক্ষ টাকা করে স্যালারি পান।

আরও পড়ুনঃ সায়নী ঘোষকে যৌনকর্মী বলে কটাক্ষ সৌমিত্র খাঁ’র

তাঁরা বলছেন, শিব মন্দিরে যে শিবলিঙ্গ থাকে তাতে কন্ডোম পরিয়ে শিব পুজো করা হোক। দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছেন সায়নী ঘোষ। যারা শিবলিঙ্গকে বা মা মনসাকে অপমান করে, তারাই আসলে যৌনকর্মী।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here