ইতালির ফ্যাসিবাদ বিরোধী গানের গায়কীতে বিজেপির ভোট রাজনীতি

0
131

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

একুশের ভোট প্রচার জুড়ে প্যারোডির খেলা, ‘বেলা চাও’-এর গায়কীতে ‘পিসি যাও’! ইতালির ‘ফ্যাসিবাদ’ বিরোধী গানে প্রচার বিজেপির গানের ভিডিও পোস্ট করে লেখা, ‘ইতালির বাম আন্দোলনের গান, ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে ওঠা গান। আমাদের রাজনৈতিক মতাদর্শ পৃথক হলেও, বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে এই গান এখন সমার্থক।’

Pishi Jao | newsfront.co
ছবিঃ ভিডিওর স্ক্রিনশট

বাংলার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট এখনো সরকারি ভাবে ঘোষণা হয়নি। কিন্তু ভোটের উত্তাপ ছড়িয়েছে রাজ্যজুড়ে। শুরু হয়ে গেছে ভোট প্রচার, রাজ্যজুড়ে। প্রচার চলছে গানে, স্লোগানে। তবে একুশের ভোট বেশ রঙিন হয়ে উঠেছে, বামেদের ব্রিগেডের প্রচারে সাম্প্রতিক টুম্পা প্যারডির হাত ধরে। ২৮ ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশের প্রচারের উদ্দেশ্যে বাঁধা হয়েছে এই প্যারডি।

পাশাপাশি, বিজেপির প্রচারে আপাতত জনপ্রিয় বিজেপির প্রচার গান-‘পিসি যাও’, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিদায় বার্তা। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটারে গানটি শেয়ার করেছেন। তাঁর কটাক্ষ, ‘‘যাঁরা স্লোগান প্রকাশ করা নিয়ে আগ্রহী, তাঁদের জন্য একেবারে বাঙালি ঢঙে একটি স্লো-গান প্রকাশ করা হল।”

‘পিসি যাও’ গানটি বিজেপির ‘ফ্যাসিবাদ’ বিরোধী লড়াইয়ের গান হিসেবে প্রকাশিত হলেও, মূল সংগীতের উৎস ‘বেলা চাও।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মূলত ইটালির কৃষকদের বিক্ষোভ প্রকাশে মুখে মুখে তৈরি হয়েছিল ‘বেলা চাও’ লোকগানটি। এর সঙ্গে যোগ রয়েছে বাম আন্দোলনের।

আরও পড়ুনঃ ‘শান্তিনিকেতন’এ সিবিআই! বিড়ম্বনায় তৃণমূল

সে সময়কার মেহনতি মানুষের প্রতিবাদের হাতিয়ার এই গানের কথার অনুবাদ বিজেপির ‘পিসি যাও’ গান – এমনটাই বলছে বঙ্গ বিজেপির একটি সূত্র। গানে রয়েছে আরও প্রতিবাদের সুর। বলা হচ্ছে, ”সাধারণ মানুষ বোকা ভেবো না/ সত্যি প্রকাশের বদলে আমাদের আঘাত করো/ সেটাই তোমার মতো শাসকের থেকে আমাদের প্রাপ্য।”

আরও পড়ুনঃ ভাইরাল বামেদের প্যারোডি ‘টুম্পা সোনা’, বিষম খাচ্ছেন সুদীপ্তা!

শনিবারই দলের নয়া স্লোগান প্রকাশ করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ ইমেজ তুলে ধরে বলা, ‘বাংলা নিজের মেয়েকেই চায়।’ একইদিনে নতুন প্যারোডি গানে প্রচারের সুর চড়াল বিজেপিও। গণসংগীত ‘বেলা চাও’-এর সুরে তৈরি ‘পিসি যাও’ এবার তাদের হাতিয়ার। বেকারত্ব থেকে দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতি তীব্র আক্রমণ উঠে এসেছে বিজেপির নতুন ভিডিওতে। ঘটনাচক্রে, ইটালির ফ্যাসিবাদ বিরোধী এই গান কলকাতায় সিএএ-বিরোধী আন্দোলনেও শোনা গিয়েছিল।

এমনকি, নেটফ্লিক্স এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মানি হায়েস্ট’-এও এই গানটি ব্যবহার করা হয়েছিল। বিজেপির টুইটার পেজে এই গানটির ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, “ইতালির বাম আন্দোলনের গান, ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে ওঠার গান। আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও, বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে এই গান এখন সমার্থক।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here