নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সদ্য ঘোষিত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলে দেখা গিয়েছে পাঞ্জাব ছাড়া ৪ রাজ্যেই বিজেপি-র জয়জয়কার। এর ফলে ২০২৪-এর লোকসভা ভোটের দৌড়ে বেশ কয়েক পা এগিয়ে রইলো বিজেপি একথা যেমন ঠিক, পাশাপাশি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনেও যথেষ্ট সুবিধাজনক স্থানে চলে এলো গেরুয়া শিবির। কোন অবিজেপি দলের সমর্থন ছাড়াই নিজেদের মনোনীত প্রার্থীকে রাষ্ট্রপতি পদে আনার শক্তি অর্জন করে ফেলেছে বিজেপি। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি বিরোধী জোটের অঙ্ক আর কার্যকরী নয়।
রাষ্ট্রপতি নির্বাচনের যে অঙ্ক, তাতে লোকসভায় এই মুহূর্তে বিজেপির সংখ্যা গরিষ্ঠতা ইতিমধ্যেই রয়েছে। এর পাশাপাশি আগামী ৩১ মার্চ রয়েছে ৬ রাজ্যের ১৩টি রাজ্যসভা আসনে নির্বাচন। আপাতত রাজ্যগুলির বিধানসভার যা অঙ্ক তার ফলে পাঞ্জাব ছাড়া আর কোথাও-ই রাজ্যসভার আসন জিততে সমস্যা নেই পদ্ম শিবিরের। বিজেপির আশা রাজ্যসভায় তাদের আসন সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে এবং সেই ফল তারা পাবে রাষ্ট্রপতি নির্বাচনে।
আরও পড়ুনঃ পঞ্চনদীর তীরে জয়জয়কার কেজরিওয়ালের আম আদমি পার্টির, অন্তরালে কি কারণ!
রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, যোগীরাজ্যে বিজেপির ভরাডুবি হলে রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের মনোনীত প্রার্থীকে জেতাতে আঞ্চলিক দলগুলোর কয়েকটার সাহায্য নিতেই হত নরেন্দ্র মোদীর দলকে। তারা আবার তাদের পছন্দের প্রার্থী নিয়ে দর কষাকষি করতে পারতো। অনেক কিছুই হতে পারতো। তবে ৪ রাজ্যের বিধানসভা ভোটের ফল সেসবের থেকে মুক্তি দিয়েছে গেরুয়া শিবিরকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584