ডবল ইঞ্জিনেও সামাল দেওয়া গেল না! ত্রিপুরার উপজাতি পরিষদের ভোটে ধাক্কা খেল ‘পদ্ম’ শিবির

0
139

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ডবল ইঞ্জিনেও সামাল দেওয়া গেল না! বড়সড় হারের মুখে বিজেপি। ত্রিপুরার উপজাতি পরিষদের ভোটে জোর ধাক্কা খেল ‘পদ্ম’ শিবির।

bjp party | newsfront.co
ছবিঃ প্রতীকী

ত্রিপুরার উপজাতি পরিষদের ভোটে ২৮টি আসনের মধ্যে বিজেপি ও তাদের জোটসঙ্গীদের হাতে এল মাত্র ৯ টি আসন। ১৮টি আসনে জিতেছে নতুন তৈরি হওয়া দল টিপ্রা মথি। পাঞ্জাব ও হিমাচল প্রদেশের পুরভোটের পর বিজেপি শাসিত ত্রিপুরায় ধরাশায়ী বিজেপি।

টিপ্রার প্রধান প্রদ্যুৎকিশোর দেববর্মন ত্রিপুরার রাজপরিবারের সদস্য এবং ত্রিপুরার কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি। নাগরিকত্ব আইন প্রসঙ্গে কংগ্রেসের সাথে মতবিরোধের জেরে কংগ্রেস তিনি নতুন দল গঠন করেন। উপজাতি পরিষদের নির্বাচনে সেই দলই পেলো অভাবনীয় সাফল্য।

আরও পড়ুনঃ ভিডিওতে চাঞ্চল্যকর প্রমাণ, লকেটের গাড়ির কাঁচ ভাঙা হয়েছে ভিতর থেকেই

উপজাতি পরিষদে মোট ৩০টি আসনের মধ্যে ২টি রাজ্যপালের নিয়ন্ত্রণে, ফলে বাকি ২৮ টি সিটে নির্বাচন হয়। উপজাতি পরিষদের ভোটগ্রহণ হয় গত ৬ এপ্রিল আর শনিবার ছিল গণনা। ফলাফল বিজেপির পক্ষে যায়নি আদৌ। ১৮টি আসনে জয়ী হয়েছে টিপ্রা। বামফ্রন্ট বা কংগ্রেস একটি আসন ও পায়নি, একটি আসন পেয়েছে নির্দল।

আরও পড়ুনঃ পঞ্চম দফায় ৪৮ ঘন্টা নয় ৭২ ঘন্টা আগে বন্ধ করে দিতে হবে নির্বাচনী প্রচারঃ কমিশন

গতকাল অর্থাৎ শুক্রবার মোহনপুরে আক্রান্ত হন তিনি। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও রাজ্য পুলিশ প্রধান তাঁকে আশ্বাস দিয়েছেন যে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন টিপ্রার প্রধান প্রদ্যুৎকিশোর দেববর্মন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here