পঞ্চায়েত ভোটে আক্রান্ত কর্মীদের বাড়িতে বিজেপি’র জেলা নেতৃত্ব

0
54

শ্যামল রায়,বর্ধমানঃ

সোমবার পূর্ব বর্ধমান জেলার বিজেপির এক প্রতিনিধিদল শাসকদল আশ্রিত দুষ্কৃতিদের হাতে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে গেলেন জেলা নেতৃত্ব‌।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ। তিনি জানিয়েছেন যে পঞ্চায়েত নির্বাচনের মুখে তাদের একাধিক কর্মি সমর্থক শাসকদল আশ্রিত দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয়েছেন এবং বাড়িতে গিয়ে মারধরসহ মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে সেই সব পরিবারের সাথে দেখা করলেন তিনি।

নিজস্ব চিত্র

এছাড়াও হালদিপাড়া গ্রামের বর্তমানে দুইজন বিজেপি কর্মী জেলে রয়েছেন তাদের পরিবারের হাতে আর্থিক সাহায্য দিয়ে খোঁজখবর নিলেন এদিনের প্রতিনিধি দল।জেলা সভাপতি জানিয়েছেন যে, পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের দুষ্কৃতিরা ব্যাপক সন্ত্রাসের মধ্যে দিয়ে নিজেরা ভোট লুঠ করেছে গণতন্ত্রকে হত্যা করেছে তাই আগামি লোকসভা ভোট এবং বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ভোট বৃদ্ধি হবে এবং বাংলায় শাসন ক্ষমতায়  আসবে বিজেপি আশাবাদী হয়ে বার্তা দেন স্থানীয় বাসিন্দাদের কাছে বিজেপির জেলা নেতৃত্ব।

নিজস্ব চিত্র

কৃষ্ণ বাবু ক্ষোভ প্রকাশ করে বলেন তৃণমূলের সন্ত্রাস ভোটের পরেও অব্যাহত। তৃণমূল নেতৃত্ব বিজেপিকে ভয় পাচ্ছে আতঙ্কিত হয়ে পড়ছে তাই নামিয়েছে সন্ত্রাস।
সোমবার হালদিপাড়া গ্রামে একটি বৈঠকও করেন বিজেপি নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here