নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর বিজেপির ফ্লেক্স ও ব্যানার ছেঁড়া কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার রাধাবল্লভচক এলাকায়, অভিযোগের তির তৃণমূলের দিকে। জানাযায় রাধাবল্লভচক গজেন্দ্র প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২৭ শে ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার বিজেপির তরফ থেকে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়, আর এই মেলা উপলক্ষ করে বিভিন্ন জায়গায় বিজেপির ফ্লেক্স ও ব্যানার লাগানো হয়।
আরও পড়ুনঃ ইসলামপুর থানায় ওসির বদলি
অভিযোগ রাতের অন্ধকারে সুযোগ নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই ব্যানার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলে। আর এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকায়, অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা বক্তব্য, বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584