নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

প্রচার তুঙ্গে তুলতে ঝরবে ঘাম,সেই ঘাম মুছতেই প্রয়োজন গামছার।তাই দলীয় কর্মী সমর্থকদের কোমরে গামছা বেঁধে ভোটের প্রচারে নামার আহ্বান জানালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী ডাঃ সুভাষ সরকার।বৃহস্পতিবার বাঁকুড়া শহরের নতুনগঞ্জে ধর্মশালায় দলের এক কর্মীসভায় প্রার্থী ডাঃ সুভাষ সরকার নিজে উপস্থিত শতাধিক কর্মচারীকে গামছা উপহার দেন।

বিজেপি সূত্রে দাবী করা হয়েছে,তাদের কর্মী সমর্থকরা চলতি গ্রীষ্মের দাবদাহের মধ্যে গলায় দলীয় উত্তরীয় ও কোমরে গামছা বেঁধেই প্রচারে নামছেন। এই গামছা যেমন তাদের কর্মীদের ঘাম মুছতে কাজে লাগবে, তেমনি সাধারণ মানুষেরও ঘাম মোছাতে কাজে আসবে বলে দাবী করা হয়েছে।
আরও পড়ুনঃ বালুরঘাটে বিভিন্ন জায়গায় সভা করে ভোটের আবেদন বিজেপি প্রার্থীর


বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের অভিনব এই ভাবনায় উজ্জীবিত এদিনের কর্মী সভায় উপস্থিত দলীয় কর্মী সমর্থকরা।তারা বলেন, এই গরমে গামছাকে সঙ্গী করেই ভোট প্রচার জোরদার করবো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584