নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
একশো দিনের কাজে দুর্নীতি বন্ধ,প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর স্বচ্ছতার সঙ্গে বিলি,সব কাজের টেণ্ডার,পানীয় জল অপচয় বন্ধ সহ পথবাতি এলাকায় লাগানোর মত মোট ১১দফা দাবি নিয়ে মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দিল বিজেপি।
বুধবার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত দপ্তর চত্বরে একটি মিছিল করে উপস্থিত হন বিজেপি দলের নেতা কর্মীরা।
গ্রাম পঞ্চায়েত দপ্তরের মূল গেটের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। বিজেপির প্রতিনিধি দল প্রধানের সাথে দাবিগুলি নিয়ে আলোচনায় বসেন।
এদিকে শামুকতলা থানার প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন ছিল গ্রাম পঞ্চায়েত দপ্তরে। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক অর্জুন দেবনাথ প্রমুখ।
আরও পড়ুনঃ একশো দিনের কাজে সেচ ক্যানেল সংস্কারে জোর
অর্জুন দেবনাথ জানান, ১১টি দাবি নিয়ে আমরা মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দিয়েছি।দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। এরপরেও যদি কাজ না হয়, তাহলে আমরা মানুষের স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামবো।
এ বিষয়ে মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি বিশ্বাস সরকার বলেন,”সব গুলো বিষয় খতিয়ে দেখা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584