তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
কুচবিহারের মাথাভাঙ্গা সিতাই মোড়ে বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ের ওপর তৃণমূলী দুষ্কৃতীদের আক্রমণের প্রতিবাদে শুক্রবার কালিয়াগঞ্জ বিজেপির শহর ও গ্রাম মন্ডল কমিটির পক্ষ থেকে বিজেপির সমর্থকরা ধিক্কার মিছিল বের করে। ধিক্কার মিছিলের নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিজেপির সদস্য কমল সরকার।

বিজেপির জেলা পরিষদ সদস্য কমল সরকার বলেন মাথাভাঙা সিতাই মোড়ে তাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর পুলিশের সামনেই আক্রমণে হলেও পুলিশ নিষ্ক্রিয় ছিল।শুক্রবার বিজেপির শহর মন্ডল ও গ্রাম মন্ডলের পক্ষ থেকে বিজেপি সমর্থকরা কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির থেকে বিজেপির এই ধিক্কার মিছিলটি বের করে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করার পর মিছিলটি পুনরায় মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে এসে শেষ হয়।
আরও পড়ুনঃ গোপন খবরের ভিত্তিতে ফিল্মি কায়দায় দুই পাচারকারী সহ পাঁচকেজি গাঁজা উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584