কেন্দ্রীয় বাহিনীর উপরেই আস্থা বিজেপির

0
68

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

ছবিঃ প্রতীকী

কিছুদিন আগেই প্রকাশ হয়ে গিয়েছে আগামী লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট।নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই সমস্ত রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে ভোট প্রস্তুতি।এর মাঝে এখন কতটা শান্তিপূর্ণভাবে আগামী লোকসভা নির্বাচন সম্পন্ন হয় সেটাই মূল দেখার বিষয় সাধারণ মানুষের।

 BJP is confident on the central forces
ফাইল চিত্র

তবে এবারের ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় বাহিনীর উপরেই পূর্ণ আস্থা রাখছেন জেলা বিজেপি।পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি নেতৃত্বের দাবি,আগামী লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর দ্বারা হলে তৃণমূল-কংগ্রেসের আর কোনো অস্তিত্বই থাকবে না।গত পঞ্চায়েত নির্বাচনের মতো রক্তে রাঙা রঙিন নির্বাচনের বদলে লোকসভা নির্বাচন হবে শান্তিপূর্ণভাবে।

 BJP is confident on the central forces
ফাইল চিত্র

ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর ইতিমধ্যে তৃণমূল-কংগ্রেসের তরফ থেকে প্রার্থী বাছাই পর্ব শেষ হয়ে গিয়েছে।তাই এখন জোরকদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে তৃণমূল-কংগ্রেস।তবে এই প্রচারের মাঝখানে কোথাও যেন একটু পিছিয়ে রয়েছে অন্যান্য বাকি রাজনৈতিক দলগুলি।বাম-বিজেপি-কংগ্রেসের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি।তবে প্রার্থী তালিকা প্রকাশ না হলেও রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপি হেভিওয়েট নেতাদের দ্বারা সারছে নিজেদের ঘরোয়া মিটিং গুলি।ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে বিজেপির এক ঘরোয়া মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।সেখানে তাকে সাংবাদিকরা প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন করলে তিনি তার উত্তরে জানান,“তৃণমূলকে মাত্র ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করতে হয়েছে তাই তারা তাড়াতাড়ি প্রার্থী তালিকা প্রকাশ করেছে,কিন্তু আমাদের ৫৪৩টি আসনে প্রার্থী দিতে হবে তাই একটু সময় লাগবেই।” প্রার্থী তালিকা প্রকাশ হতে একটু বিলম্ব হলেও নিজেদের মধ্যে প্রচার ঠিক ভাবেই হচ্ছে বলে দাবি বিজেপির কাঁথি জেলা সভাপতি তপন মাইতির।তিনি জানান,“ইতিমধ্যে আমাদের দেওয়াল লিখনের জন্য বহু জায়গা সংরক্ষণ করা হয়ে গিয়েছে।এছাড়াও ফ্লেক্স ও পতাকা প্রায় প্রতিটি জায়গায় টাঙানো হয়েছে।” তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির গত লোকসভা ভোটে প্রাপ্ত ভোটের হার দেখলে জানা যাবে ২০১৪ সালে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন ৬.৪০ শতাংশ।এরপর ওই কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ অর্থাৎ বর্তমান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ইস্তফা দেওয়ায় ওই পদ খালি হয়ে যায়।এরপর যখন ফের ওই লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয় তখন বিজেপির ভোট দ্বিগুণের বেশি বেড়ে গিয়ে হয় ১৫.০৬ শতাংশ।তবে এবারে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা ভোট হলে পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্রেই বিজেপি জয়লাভ করবে বলে দাবি বিজেপির কাঁথি জেলা সভাপতি তপন মাইতির।তবে ভোটের আগে শাসকদলের দুষ্কৃতীরা বহু ভোটারেরই ভোটার কার্ড কেড়ে নিচ্ছে বলে অভিযোগ তার।

আরও পড়ুনঃ বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ সম্মেলন

ফাইল চিত্র

তিনি জানান,“ইতিমধ্যে কাঁথির বহু ভোটারের ভোটার কার্ড কেড়ে নিয়েছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এ নিয়ে আমরা কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো।” সব মিলিয়ে এখন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ‍্য-রাজনীতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here