নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সবং ব্লকের তেমাথানিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র,তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, সাধারণ সম্পাদক গোপাল সাহা ও প্রদীপ কর, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া, বিধায়ক গীতা রানী ভুঁইয়া সহ আরো অনেকে।
ওই সভায় রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া বলেন, “বিশ্বাসঘাতকদের নিয়ে বিজেপি বাংলা দখল করার স্বপ্ন দেখছে,ওদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বাস্তবে রূপায়িত হবে না।” তিনি বলেন, “বিজেপি বাংলা বিরোধী,বাঙালি বিরোধী,উন্নয়ন বিরোধী। তাই কাজের মানুষ মমতাকে রাজ্যের মানুষ তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আনবে। কোন অধিকারীর কথা বাংলার মানুষ শুনবে না।”
তিনি শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনা করে বলেন, “বেইমান তৃণমূলের খেয়ে বড় হয়ে এখন তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। এর যোগ্য জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে। উন্নয়ন হয়নি বলে বেইমান বড় বড় কথা বলছেন তাহলে উনি সাড়ে চার বছর একজন মন্ত্রী থেকে কিছুই করেননি। তাহলে উনার মত অপদার্থ আর কেউ নেই।” তিনি তার ভাষণে বলেন গোটা রাজ্যের পাশাপাশি সবং বিধানসভা এলাকায় উন্নয়নের যা কাজ হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে। জল প্রকল্প থেকে শুরু করে রাস্তাঘাট স্কুল-কলেজ স্বাস্থ্য পরিষেবার উন্নতি হয়েছে।
আরও পড়ুনঃ নন্দীগ্রামের জনসভায় শুভেন্দুকে বড় সার্টিফিকেট দিলীপ ঘোষের
তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি শুভেন্দু অধিকারী তীব্র সমালোচনা করেন। বলেন, “যারা কৃষক বিরোধী কৃষি বিল পাস করে কৃষকদের পথে বসানোর চেষ্টা করছে ,কৃষি বিল প্রত্যাহারের দাবীতে দিল্লীতে আন্দোলন চলছে অথচ বিজেপির হয়ে সাফাই গাইছেন বেইমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বাংলার মানুষ সবকিছু দেখছেন সব কিছু শুনছেন তারাই ওকে যোগ্য জবাব দেবেন।” রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, “কেন্দ্রীয় সরকার দেশটা কে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে।”
আরও পড়ুনঃ কেন্দ্রীয় কৃষিবিল বাতিল সহ বদায়ুন কাণ্ডের প্রতিবাদ মহিলা সাংস্কৃতিক সংগঠনের
তিনি এও বলেন,”নরেন্দ্র মোদির সরকার সারা দেশকে ধ্বংসে পরিণত করতে চাইছে। মোদি সরকার বাংলার উন্নয়ন চায়নি। তাই বাংলার উন্নয়ন দেখে ওরা ভয় পেয়েছে। তাই বাংলা দখল করতে ওরা মরিয়া হয়ে উঠেছে। সেই কাজে হাত দিয়েছেন একজন মীরজাফর।” উনি জেলে যাওয়ার ভয়ে নিজেকে বাঁচানোর জন্য বিজেপিতে যোগ দিয়েছেন। তাই তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। বাংলার মানুষ বিশ্বাসঘাতকদের কোনদিন ক্ষমা করবে না বলে মন্ত্রী সৌমেন বাবু জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584