পদ্মে চেপে লড়বে কে, শিকে ছিঁড়বে কার! প্রহর গুনছে বঙ্গ বিজেপি

0
105

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

শনিবার বিজেপির সর্বভারতীয় নেতা যশোবন্ত সিনহা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এ বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,’ উনি যোগদান করতেই পারেন। তবে তৃণমূল কংগ্রেসের ফুটো নৌকায় উঠেছেন। এই নৌকো খুব তাড়াতাড়ি ডুবে যাবে। ওদের সঙ্গে নিজেও ডুববেন। ডোবার অভিজ্ঞতা যশোবন্ত সিনহার আগেও আছে, এখনও ডোবাবেন।’

Samik Bhattacharjee | newsfront.co
সাংবাদিক বৈঠকে বিজেপি নেতৃত্ব। নিজস্ব চিত্র

পরে তিনি আরো বলেন, ‘দুহাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের বিরুদ্ধে বিধানসভা ভোটে আট নয় দফা ভোট চেয়েছিলেন। পরিবর্তনও হয়েছিল। এবার সেই পরিবর্তনের সরকারকে পরিবর্তন করতে আমরাও একই আট দফার ভোট চেয়েছি।’

অন্যদিকে একুশের ভোটে প্রথম দু দফায় প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। আজ রাত অথবা কাল রবিবার রাজ্য বিজেপির দুশো চৌত্রিশটা আসনের বেশির ভাগ প্রার্থীপদ ঘোষণা হবে বলে খবর। শনিবার সকালে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে প্রথম বৈঠক বসে। দিল্লিতে ফের বৈঠকে বসছে দলের সংসদীয় বোর্ড। সেই বৈঠকের পরেই জাতীয় নির্বাচন কমিটির বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ নজরে নন্দীগ্রাম! পূর্ব মেদিনীপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী

এরাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ ২৭ মার্চ। এই দফায় যারা প্রার্থী হবেন, তাঁদের নয় মার্চের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। রাজ্যের দুশো চুরানব্বইটি কেন্দ্রে পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে তৃণমূল। পিছিয়ে নেই বিজেপিও। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীসহ প্রথম দু’দফার সাতান্নটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। কিন্তু বাকি ছয় দফায় যেসব আসনে নির্বাচন হবে, সেখানে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন? গত তিন দিন ধরে লাগাতার বৈঠক চলেছে, জেলা ও জোনের নেতাদের সঙ্গে আলোচনার পর সম্ভাব্য প্রার্থীদের খসড়া তালিকা তৈরি করে ফেলেছে বিজেপির রাজ্য নেতৃত্ব।

আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলে সাসপেন্ড করে শুদ্ধিকরণের চেষ্টা

এবার বৈঠকে বসছে দলের নির্বাচন কমিটি। সেই বৈঠকে খসড়া তালিকা কাটছাঁট করে সংক্ষিপ্ততর একটি তালিকা প্রস্তুত করা হবে। জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে পেশাদারি সংস্থাকে দিয়ে প্রতিটি প্রার্থীর মধ্যে সেরা প্রার্থীকে বাছবার চেষ্টা করেছেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের ইন্টেলিজেন্স রিপোর্ট থেকেও সম্ভাব্য জয়ী প্রার্থীকে বেছে নেবার চেষ্টা করেছেন।

এছাড়াও প্রতিটি জেলা ও বিধানসভা আসনে রয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষক। তারা সরাসরি অমিত শাহকে সবচেয়ে নির্ভরযোগ্য প্রার্থীর নাম পাঠিয়েছেন। এছাড়াও সংঘ পরিবারের বিস্তারকের রিপোর্টে কে নির্দিষ্ট আসনে জয়ী হতে পারেন, তাঁর নামও ইতিমধ্যেই পেয়ে গেছেন অমিত শাহ। প্রতিটি আসন কমবেশি কুড়িটি করে আবেদন দিল্লিতে পাঠিয়েছে রাজ্য বিজেপি।

আরও পড়ুনঃ  চারটি আসনে প্রার্থীই খুঁজে পেল না আইএসএফ

অন্যদিকে রাজ্য বিজেপি নেতারাও চেষ্টা করছেন নিজের লবির লোকজনকে বিজেপির টিকিট পাইয়ে দিতে। যেমন বিজেপির একটি সূত্রে জানা গেছে, শুভেন্দু নিজে তো প্রার্থী হয়েছেন, তাঁর নিজের লবির চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আসনে শতকরা নব্বই ভাগকে বিজেপির ভোটে লড়ার টিকিট পাইয়ে দিতে সমর্থ হবেন।

প্রথম দু দফার প্রার্থী তালিকা ঘোষণা যেভাবে হয়েছিল, এবার সেই কায়দায় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে। নির্বাচন কমিটির তৈরি করে দেওয়া তালিকা নিয়ে দিল্লি উড়ে গেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। শনিবার তিনটে বৈঠক করেছে সংসদীয় বোর্ড।

এরপরই বাকি ছয় দফায় প্রার্থীদের নাম ঘোষণা হবে বলে খবর। এই আসনগুলির মধ্যে আট দশটি আসনে সেলিব্রেটি প্রার্থী দিতে চলেছে বিজেপি। আগেই অভিনেতা হীরণকে খড়্গপুর সদরে প্রার্থী করা হয়েছে। এছাড়াও অভিনেতা বনি সেনগুপ্ত, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, অভিনেতা রুদ্রনীল ঘোষ রয়েছে বলে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here