বিজেপি দলকে ভেড়ার পাল বলে কটাক্ষ অনুব্রতর

0
70

পিয়ালী দাস,বীরভূমঃ

Bjp is sheep say anubrata
নিজস্ব চিত্র

এখন যিনি প্রধানমন্ত্রী তিনি এক নম্বর মিথ্যাবাদী।যদি বলেন কেন?তবে বলব উনি বলেছিলেন, আচ্ছে দিন আয়েগা।কোনও আচ্ছে দিন আসেনি।পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ-সবাই বলছে কালো দিন এসেছে।বেইমান প্রধানমন্ত্রী। ১০ কোটি চাকরি দেব বলে দিতে পারলেন সাড়ে পাঁচ লাখ,ঠিক এই ভাষাতেই বি.জে.পি ও নরেন্দ্র মোদিকে বাক্যবান দিয়ে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।এমনাকি বি.জে.পি -কে তিনি ভেড়ার পাল বলেও কটাক্ষ করেন।রথযাত্রা প্রসঙ্গে বি.জে.পি-র বিরুদ্ধে তাঁর মন্তব্য ” পাগলে কী না বলে, ছাগলে কী না খায়।অমিত শাহ একজন পাগল ও ফালতু লোক।’ বি.জে.পি-র উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন “ভেড়ার দল রাস্তা দিয়ে চোখ বুজে যায়।ওরা বলছে মিলিটারি দিয়ে ভোট হবে।সি.আর.পি.এফ দিয়ে ভোট হবে। আরে মূর্খ তোদের তবে জানা নেই।কবে হয়নি একরম সেটা বলুক।”
অনুব্রত বলেন, “ব্রিগেড ১৯ তারিখ।এই ব্রিগেড ভয়াবহ ব্রিগেড হবে।ভারতবর্ষকে দেখাবার মতো ব্রিগেড হবে।নজির সৃষ্টি করবে।নোটবন্দিতে অনেক ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে।কেউ অস্বীকার করতে পারবেন না।তাই আমাদের মুখ্যমন্ত্রী বারবার গর্জিয়ে আসছেন এই প্রধানমন্ত্রীর উপরে।কারণ একটাই এই প্রধানমন্ত্রী কোনও কাজ করেনি। ১৯টি প্রকল্প বন্ধ করে দিয়েছে।”

আসন্ন লোকসভা ভোটে বি.জে.পি-কে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অনুব্রত বলেন “এখনও বলছি বুথের ১০০-১৫০ মিটার দূরের মধ্যে উর্বর জমি আছে।উর্বর জমি কী করে চাষ করতে হয় আমাদের জানা আছে।পাঁচনের বাড়িতে আমরা উর্বর জমি চাষ করে নেব।মমতা বন্দ্যোপাধ্যায় আমায় নদিয়া যেতে বলেছেন।আমি ঘুরে এসেছি।পর পর দু’দিন।আবার আমি ২২ তারিখ যাব।নদিয়ায় দু’টো সিটে হারব না।চ্যালেঞ্জ করে গেলাম।যদি হিম্মত থাকে তবে লড়ে নেবে বিএনপি বি.জে.পি।বীরভূমে বিরোধী দল নেই। এখানে সি.পি.আই(এম), কংগ্রেস, বি.জে.পি নেই।আমি চার লাখ ভোটে এক একটা প্রার্থীকে জেতাব।”

রথযাত্রা প্রসঙ্গে হাইকোর্টের রায়ের ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন উচ্চ আদালত যা বলেছে সেই রায়কে সম্মান করেন। বি.জে.পি-র রথযাত্রা প্রসঙ্গে বি.জে.পি-র বিরুদ্ধে কড়া কথা বললেন অনুব্রত মন্ডল।

আরও পড়ুনঃ মন্তেশ্বরে ফ্লাড সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here