ওয়েবডেস্ক:-
নারকীয় শব্দটি কোথায় যেন ক্ষীন পড়ে বিভৎসতার বহিঃপ্রকাশ ঘটাতে। জম্মু কাশ্মীরের কাঠুয়ার একটি গ্রামের মন্দিরের ভেতর আট বছরের একটি শিশুকন্যাকে ছয়জন মিলে ক্রমাগত টানা সাতদিন ধরে গণধর্ষণ করেছে সেই পৈশাচিকতা ক্ষান্ত হয়নি সেখানেই গলাটিপে মারার পর মৃত্যু সুনিশ্চিত করতে বড় পাথর দিয়ে তার শিশুকন্যাটির মাথায় আঘাত করে জঙ্গলে পুঁতে দেওয়া হয়েছে।
এই বিভৎস ভয়াবহতা কোন সভ্য সমাজই মেনে নিতে পারে না কিন্তু ডিজিটাল ভারতের কান্ডারী কেন্দ্রীয় সরকারের শাসক দলের হর্তা কর্তারা অভিযুক্তদের রক্ষা করতে ময়দানে নেমে পড়ছেন।এমনকি অভিযুক্তদের মুক্তির দাবীতে তারা মিছিলে অংশগ্রহণও করেছেন।জম্মু কাশ্মীর মন্ত্রীসভার মন্ত্রী চৌধুরী লাল সিং এবং চন্দ্রপ্রকাশ গঙ্গা হিন্দু একতা মঞ্চের উদ্যোগে বুধবার আয়োজিত এই মিছিলের পুরোভাগে ছিলেন।এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এর কাছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তার মন্ত্রীসভার এই দুই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানালে তাতে চটে যান স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং বলে খবরের প্রকাশ।
ভারতকে বিশ্বদরবারে শ্রেষ্ঠ আসনে বসাবার ঠিকাদারি নিয়েছে যে দল আজ সেই দল ছোট্ট শিশুকন্যার উপর আক্রমনে অভিযুক্তদের পাশে দাঁড়াচ্ছে।যদিও জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি এই ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহন করেছেন।গত সোমবার জম্মু কাশ্মীর পুলিশ আট জনের বিরুদ্ধে পনেরো পাতার চার্জশিট গঠন করে তা আদালতে পেশ করে।পুলিশ জানিয়েছে পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এই শিশুকন্যা আসিফাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584