নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পাঁপড় খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আগে এমন কথা কোনোদিন শোনেনি নিশ্চয়? তবে এবার শুনবেন ‘পাঁপড় খাও, করোনা ভাগাও’। না, না কোনো বিজ্ঞাপনী চমক নয়। সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্টে এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল।

তিনি দাবি করেন, বিশেষ একটি ব্র্যান্ডের পাঁপড় খেলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। ফলে তৈরি হবে করোনা সংক্রমণ রোধ করার শক্তিও। তিনি দাবি করেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এই পাঁপড়।
बीकानेर के पापड़, भुजिया और रसगुल्ले सुप्रसिद्ध है। मैं #VocalForLocal की मुहिम का समर्थन करते हुए से आप सभी को अपने क्षेत्र के स्थानीय उत्पादों के बारे में #Vocal बनने की शृंखलाबद्ध रूप से अपील करता हूँ ताकि #VocalForLocaL मुहिम को और आगे बढ़ाया जा सके।
— Arjun Ram Meghwal (@arjunrammeghwal) July 24, 2020
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবস উদযাপনের গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
তিনি জানান, আত্মনির্ভর প্রকল্পের অধীনে এসেছে পাঁপড়ের এই ব্র্যান্ডটি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কেন্দ্রীয় শিল্প প্রতিমন্ত্রীর এই ভিডিও। করোনা আবহর মধ্যে তাঁর এহেন মন্তব্য নিয়ে ট্রোলেও মেতেছে নেটদুনিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584