নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
চোপড়া কান্ডে জড়িত থাকার অভিযোগে ফালাকাটা থেকে পুলিশ বিজেপির সম্পাদক সুবোধ সরকার এবং চোপড়া থেকে সৌমেন ঘোষ নামে দুজনকে গ্রেফতার করে ইসলামপুরের আদালতে পেশ করে। ইসলামপুর আদালত সুবোধ সরকারকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জেরে জেলাজুড়ে আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির জেলা সহ-সভাপতি নিমাই কবিরাজ জানিয়েছেন, দিল্লিতে বিজেপির বৈঠক চলছে। সেখানে জেলা ও রাজ্য নেতৃত্ব উপস্থিত রয়েছেন। তারা সেখানে চোপড়ার বিষয়টি তুলবেন এবং এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ বেআইনি বাজি সহ কাঁচামাল উদ্ধার করলো এগরা থানার পুলিশ
সেই নির্দেশ মতো আমরা আন্দোলনের কর্মসূচি তৈরি করবো। বিজেপির অভিযোগ, শনিবার তাদের চোপড়ার তিন নম্বর মন্ডল সভাপতি উৎপল দাসকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। নিমাইবাবু বলেন, “এরপরে আর পুলিশকে তেল খরচ করে আমাদের বাড়ি যেতে হবে না।
আমরাই পুলিশের বাড়ি পৌঁছে যাব সকলে”। পুলিশ কোনভাবেই এক্ষেত্রে নিরপেক্ষভাবে তাদের ভূমিকা পালন করছে না ৷ প্রতিদিনই বিজেপি নেতাদের গ্রেফতার করছে এবং তাদেরকে নানান রকম ভাবে উত্যক্ত করছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584