ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
লকডাউন অমান্য করে ক্রিকেট ম্যাচ আয়োজন করে বেকায়দায় বিজেপি নেতা। ঘটনাস্থল উত্তরপ্রদেশের বারবানকি জেলার পানাপুর গ্রাম। আর সেই ক্রিকেট ম্যাচের আয়োজক এলাকারই বিজেপি নেতা সুধীর সিং।
খবর পেয়ে হানা দেয় পুলিশ। গিয়ে দেখে লকডাউন অমান্য করে খেলার মাঠে ভিড়। ক্রিকেটের মত্ত রয়েছেন বিজেপি নেতা সুদীপ সিংও। ঘটনায় ওই বিজেপি নেতা সহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহামারী আইনের ২৬৯ ও ১৮৮ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিজেপি নেতার এমন কীর্তিতে বিড়ম্বনায় রাজ্যের শাসক দল বিজেপিও।
আরও পড়ুন:ফের এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি-ই
বারাবানকির এসপি অরবিন্দ চতুর্বেদী সংবাদ সংস্থাকে জানান যে লকডাউন অমান্য করে ক্রিকেট ম্যাচ খেলার খবর আসে কন্ট্রোল রুমে। পুলিশ গিয়ে সেই ম্যাচ আটকে দেয়। তাদের বিরুদ্ধে মহামারী আইনের ২৬৯ ধারা অর্থাৎ গাফিলতি করে রোগের জীবাণু ছড়ানো ও ১৮৮ অর্থাৎ নিয়ম ভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584