ইউপি বিহারের মতো বাংলাতেও মাফিয়া রাজ চলছে, টকিং ফাউল বিজেপি সভাপতির

0
90

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

দলের যুবনেতা মনীশ শুক্লা খুনের পর উত্তেজনার বশে বলে ফেললেন, “পশ্চিমবঙ্গেও বিহার ইউপির মতো মাফিয়া রাজ চলছে” না অন্য দলের কেউ নয় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য এটি।

bjp leader dilip ghosh | newsfront.co
দিলীপ ঘোষ

রবিবার রাতে ব্যারাকপুর শিল্পাঞ্চলের টিটাগর থানার সামনে বিজেপির দলীয় কার্যালয়ের ভেতরেই অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী গুলি করে হত্যা করে মনীশ শুক্লাকে। তারপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুর শিল্পাঞ্চল।

সোমবার দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের সামনে বলে বসলেন, বিহার ইউপির মত পশ্চিমবঙ্গে ও চলছে মাফিয়া রাজ। একজন প্রাক্তন কাউন্সিলার ও আইনজীবীকে স্টেনগান দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। বারোটা গুলি লেগেছে তাঁর, মাথাতেই লেগেছে চারটে গুলি। একজন জনপ্রিয় যুবনেতাকে এভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হল তাতে এটা স্পষ্ট পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই।

আরও পড়ুনঃ ওদলাবাড়িতে হাতির দাঁত উদ্ধার, ধৃত ১

বিহার এবং উত্তরপ্রদেশ- এই দুই রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি। হাথরাসে দলিত তরুণীর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ এবং নিশানায় বিজেপি। উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই প্রশ্নের মুখে, ঠিক তখনই, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শেষমেশ উত্তরপ্রদেশ ও বিহারের সঙ্গে তুলনা করলেন বিজেপিরই রাজ্য সভাপতি। অর্থাৎ , উত্তরপ্রদেশ ও বিহারে যে মাফিয়ারাজ চলে তা স্বীকার করে নিলেন বিজেপিরই নেতা দিলীপ ঘোষ।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির যা অবনতি হয়েছে তাতে রাজ্যে নির্বাচন ঠিকভাবে হবে কিনা সেটি বড় প্রশ্ন। বিজেপির রাজ্য সভাপতির দাবি, পুলিশ ই সুপারি কিলার পাঠিয়েছে মনীশ কে খুন করবার জন্য। এর আগেও অনেকবার বিজেপি সাংসদ অর্জুন সিং এবং অন্যদেরও হত্যা করার পরিকল্পনা করেছিল পুলিশ। দলের প্রাক্তন কাউন্সিলর খুনের ঘটনায় এদিন ব্যারাকপুর-টিটাগড় অঞ্চলের একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

আরও পড়ুনঃ জেলে উমরের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

বিজেপির অন্যান্য নেতৃত্ব যেমন, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, মুকুল রায়রা এই ঘটনায় যতই রাজ্য সরকার বা পুলিশের দিকে আঙ্গুল তুলুন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যেভাবে বিহার ইউপির মাফিয়ারাজ প্রসঙ্গ তুলে এনেছেন তাতে মুখ পুড়েছে বিজেপিরই, বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here