নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে গৃহ সম্পর্ক কর্মসূচি পালন করছে বিজেপি। শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী ব্লকে বিজেপির গৃহ সম্পর্ক কর্মসূচির সূচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ।
শনিবার কেশিয়াড়ী ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের আমগেড়িয়া সংসদে এই কর্মসূচি আয়োজিত হয়। এদিন এই এলাকার ৪ জনের বাড়িতে এই কর্মসূচির চিঠি নিয়ে পৌঁছে যান তিনি। এলাকায় ঘুরে মানুষজনের সাথে কথা বলেন দিলীপ ঘোষ।
আরও পড়ুনঃ কেন্দ্রের বিরুদ্ধে গরিব কল্যাণ যোজনায় বঞ্চনার অভিযোগ মৌসমের
সাংসদকে কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগ জানান এলাকাবাসী। প্রধানমন্ত্রী গৃহ সম্পর্কের চিঠি প্রদান করে জনসংযোগের পাশাপাশি এলাকার সার্বিক সমস্যার কথা শোনেন তিনি। আমপানে ক্ষতিগ্রস্ত ও করোনা পরিস্থিতিতে মানুষের রেশনের পরিষেবা বিষয়েও কথা বলেন সাংসদ।
আরও পড়ুনঃ কাশিমবাজার স্টেশন পরিদর্শনে অধীর
কেন্দ্রের পাঠানো চাল ডাল মানুষ যাতে ঠিকঠাক করে পায় সে বিষয়ে স্থানীয় নেতৃত্বকে নজর দেওয়ার কথা বলেন সাংসদ। ঝড়ে ক্ষতিগ্রস্তরা টাকা পাচ্ছেননা বলে অভিযোগ করেন কয়েকজন গ্রামবাসী। খাজরা অঞ্চলের কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী এদিন বিজেপিতে যোগদান করেন সাংসদ দিলীপ ঘোষের হাত ধরে।
উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি সমিত দাস, কেশিয়াড়ীর দুই মন্ডল সভাপতি সনাতন দোলাই,যুবজিত পালোই সহ আরও অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584