নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ সফরে এসে বুধবার কান্দিতে সভা করেন দিলীপ ঘোষ। আজ সকালে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে যে সমস্ত ছেলেরা ক্রিকেট প্র্যাকটিস করে তাদের সঙ্গে ক্রিকেট খেলেন তিনি। রাজনীতির চেনা ছন্দের বাইরে একজন স্পোর্টস ম্যান হিসেবে তাকে দেখতে পায় শহরবাসী।
দিলীপ বাবু জানান, বাংলার লোক দুটো পার্টিকে চাইনা,তাই তাদের আর কোনো অস্তিত্ব নেই। বাংলায় পরিবর্তনের আশা করছে মানুষ। তাই বিভিন্ন ভোটে মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। কোনো জোট প্রক্রিয়ায় তারা যাবেন না। একাই লড়বেন এবং তাতে ভালো আসন পাওয়ার আশা করছেন দিলীপ বাবু।
আরও পড়ুনঃ বামেদের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ল শিলিগুড়িতে
এছাড়া উনি জানান, গরীব এবং সমাজবিরোধী করে রাখা হয়েছে এই জেলার মানুষদের। গতকাল সভা সেরে ফেরার পথে তাদের তিনটি গাড়ির ওপর আক্রমণ করা হয়। একের পর এক সমাজবিরোধী মানুষদের গ্রেফতার করা হচ্ছে।
আরও পড়ুনঃ ১০দফা দাবির ভিত্তিতে ব্যাঙ্ক ধর্মঘটে শামিল ব্যাঙ্ক সংগঠনগুলি
এসব কিছুকে দূর করতে সরকারে পরিবর্তন আনতে চান জনগণ। আর সেই কারণে আগের ভোটে বিজেপিকে ভোট দিয়েছে মানুষ এবং পরিবর্তন আনতে বিজেপিকে ভোট দেবে আগামী নির্বাচনে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584